• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কাঁচা বাদাম’ গানে কোমর দুলিয়েই কোটিপতি, ভাইরাল অঞ্জলি অরোরার সম্পত্তির পরিমাণ কত জানেন?

Published on:

অঞ্জলি অরোরার সম্পত্তির পরিমাণ Viral Kacha Badam Girl Anjali Arora Net Worth

Anjali Arora Net Worth : ‘কাঁচা বাদাম’ গান গেয়ে যিনি ভাইরাল হয়েছিলেন সেই ভুবন বাদ্যকর আজ আর্থিক অনটনে ভুগছেন। অথচ তাঁরই গানে কোমর দুলিয়ে ভাইরাল হওয়া অঞ্জলি অরোরা (Anjali Arora) আজ কোটি টাকার মালকিন। সম্প্রতি প্রাসাদসম একটি বাড়ি কিনেছেন তিনি। সেই বাড়ির দাম শুনে চমকে উঠেছেন নেটিজেনরা।

কাঁচা বাদাম গানের দৌলতে ভাইরাল অঞ্জলি অরোরা (Kacha Badam Girl Anjali Arora)

সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে প্রায় রোজই ভাইরাল হয়ে থাকেন কেউ না কেউ। রানু মণ্ডল, নন্দিনী দিদি থেকে শুরু করে অঞ্জলি অরোরা- সেই তালিকায় নাম রয়েছে অনেকের। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, ভাইরাল (Viral) হওয়ার এক-দু’বছরের মধ্যে তাঁকে ভুলে গিয়েছে সাধারণ মানুষ। তবে অঞ্জলি সেদিক থেকে ব্যতিক্রম।

ভাইরাল কাঁচা বাদাম গার্ল অঞ্জলি অরোরার বাড়ি গাড়ি ও সম্পত্তির পরিমাণ : Anjali Arora Net Worth House Car and Many more

‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানে কোমর দুলিয়ে ভাইরাল হওয়ার পর কঙ্গনা রানাউতের ‘লক আপ’র দরজা খুলে যায় অঞ্জলির জন্য। সেই শো-য়ে গিয়ে জনপ্রিয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকির সঙ্গে নাম জড়ায় তাঁর। চোখের নিমেষে বাড়তে থাকে অঞ্জলির জনপ্রিয়তা। কয়েকদিন ধরে আবার শোনা যাচ্ছে, চলতি ‘বিগ বস’এ প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিতে চলেছেন তিনি। এসবের মাঝেই নিজের নতুন বাড়িতে (Anjani Harora House) প্রবেশ করলেন ‘কাঁচা বাদাম গার্ল’।

আরও পড়ুনঃ ৭ ফুট লম্বা ঘন কালো চুল, কিভাবে নেন যত্ন? নিজেই জানালেন বাস্তবের ‘র‌্যাপুনজেল’ তরুণী

কাঁচা বাদাম গানে ভাইরাল হওয়া অঞ্জলি অরোরার সম্পত্তির পরিমাণ : Anjali Arora Net Worth Anjali Arora buys 4 Crore House at Delhi

অঞ্জলি অরোরার সম্পত্তির পরিমাণ (Anjali Arora Net Worth)

সম্প্রতি নিজের জন্মদিনে এলাহি সেলিব্রেশন করেছিলেন অঞ্জলি। সেই পার্টির রেশ কাটতে না কাটতেই দিল্লিতে ৪ কোটি টাকা দিয়ে নিজের স্বপ্নের বাড়ি কিনে ফেললেন এই সোশ্যাল মিডিয়া স্টার। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের নতুন বাড়ির ছবি শেয়ার করেন তিনি।

আরও পড়ুনঃ ভালোবাসার কাছে তুচ্ছ বর্ডার! রইল কাঁটাতার পেরিয়ে কলকাতায় প্রেমিকের কাছে আসা বিদেশিনীর প্রেম কাহিনী

অঞ্জলির কাজের দিক থেকে বলা হলে, দিন কয়েক আগে অঞ্জলি এবং ‘বিগ বস ওটিটি ২’র বিজেতা এলভিশ যাদবের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। ভক্তদের অনুমান, আসন্ন কোনও মিউজিক ভিডিওয় হয়তো একসঙ্গে দেখা যাবে তাঁদের। পাশাপাশি অঞ্জলির ‘বিগ বস ১৭’এ এন্ট্রি নিয়েও জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সলমনের শোয়ের চলতি সিজনে প্রতিযোগী হিসেবে রয়েছেন মুনাওয়ার-ও। তাই অঞ্জলি এন্ট্রি নিলে শো জমে যাবে বলছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥