• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসার কাছে তুচ্ছ বর্ডার! রইল কাঁটাতার পেরিয়ে কলকাতায় প্রেমিকের কাছে আসা বিদেশিনীর প্রেম কাহিনী

Published on:

The moment Javeria Khanum from Pakistan entered India to marry Sameer Khan from Kolkata

কথাতেই আছে, ভালোবাসার কাছে ফিকে বাকি সব। সেটাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন পাকিস্তানের জাওয়েরিয়া খানম (Javeria Khanum)। কলকাতার ছেলে সমীর খানকে বিয়ে করতে কাঁটাতারের বর্ডার পেরিয়ে ভারতে চলে এলেন তিনি। ওয়াঘা সীমান্ত পেরিয়ে হবু স্ত্রী ভারতে (India) পা রাখতেই আনন্দে মেতে ওঠেন সমীর খান (Sameer Khan) এবং তাঁর পিতা।

ওয়াঘা বর্ডার অমৃতসর হয়ে ভারতে পা রাখেন পাকিস্তানের (Pakistan) জাওয়েরিয়া। দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান ঘটে তাঁর। এরপর ছুটে যান প্রেমিক সমীরের কাছে। আদতে করাচির বাসিন্দা জাওয়েরিয়া ভালোবাসার টানে ছুটে এসেছেন এদেশে। প্রেমিকা ভারতে পা রাখা মাত্রই ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান কলকাতার সমীর।

Javeria Khanum and Sameer Khan

জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে সম্পর্কে আছেন সমীর এবং জাওয়েরিয়া। ভিন্ন দেশের বাসিন্দাকে মন দিলেও দু’জনের পরিবারের তরফ থেকে কখনও কোনও আপত্তি আসেনি। ভারতে এসে প্রিয়জনের সঙ্গে দেখার করার সুযোগ করে দেওয়ার জন্য এদেশের সরকারকে ধন্যবাদ জানান এই পাক তরুণী।

আরও পড়ুনঃ বাংলায় আসছে ‘অ্যানিমাল’! কোন চরিত্রে অভিনয় করবেন কে? রইল টলিউডের Animal-র কাস্টিং

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, অতীতে দু’বার বাতিল হয়ে গিয়েছিল জাওয়েরিয়ার ভিসা। যে কারণে সমীরের সঙ্গে তাঁর বিয়ে আটকে যায়। তবে এবার ৪৫ দিনের ভিসা পেয়েছেন তিনি। আগামী বছর ৬ জানুয়ারি চার হাত এক হবে দু’জনের। সমীরের সম্পূর্ণ পরিবারকে সাক্ষী রেখে নতুন জীবন পা রাখবে এই জুটি।

Javeria Khanum Arrives India to Marry Sameer Khan Cross Border Love Story Viral over Social Media

জানা গিয়েছে, এই মুহূর্তে ভারত সরকার ৪৫ দিনের ভিসা দিলেও বিয়ের পর সেই ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করবেন জাওয়েরিয়া। আপাতত প্রেমিক এবং তাঁর পরিবারের সঙ্গে কয়েকটা আনন্দে কাটাবেন এই পাক তরুণী। নতুন বছরে নতুন জীবনে পা রাখবেন দু’জনে।

আরও পড়ুনঃ পেটে বিদ্যে থাকলেও মানুষকে সম্মান করতে পারে না! ‘স্মার্ট দিদি’ নন্দিনীকে ধুয়ে দিল ভাইরাল মিষ্টি দিদি

https://twitter.com/ANI/status/1732183953627656529

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে জাওয়েরিয়া এবং সমীরের প্রেম কাহিনী। ভালোবাসার জন্য যেভাবে এদেশে ছুটে এসেছেন এই পাক তরুণী তা দেখে মন ভরে গিয়েছে সকলের। সত্যিকারের ভালোবাসা হলে সবকিছুই যে করা সম্ভব তা প্রমাণ করে দিয়েছেন জাওয়েরিয়া এবং সমীর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥