• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুর মুখে সন্তান, ‘ইচ্ছে পুতুল’এ মেঘের বাবা-মায়ের অভিনয় সত্যি অনবদ্য বলে প্রশংসা দর্শকদের

Published on:

ইচ্ছে পুতুল : Viewers Prais Icche Putul Actor Actress Acting Skills after Megh hospitalised

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। গল্পে মেঘ ও নীলের চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das) ও মৈনাক ব্যানার্জী (Mainakh Banerjee)। অন্যদিকে খলনায়িকা ‘ময়ূরী’চরিত্রে যাচ্ছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। মেঘের জীবন অতিষ্ট করাই বোন ময়ূরীর উদেশ্য।

যারা নিয়মিত দর্শক তারা জানেন, বর্তমানে মেঘের সর্বনাশের জন্য রূপের সাথে বড়সড় কান্ড ঘটিয়েছে ময়ূরী। জিষ্ণুর সাথে নোংরা বদনাম দিয়েছে মেঘকে। যেকারণে মেঘ নিজের জীবনটাই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যেমনটা আরও পাঁচজন ছেলেমেয়ে এই পরিস্থিতিতে করে থাকে।

Zee Bangla Bengali serial Icche Putul Gini to take revenge from Rup and Mayuri for Megh

মেঘের মতে, সারাজীবন ধরে যেটুকু সন্মান সে অর্জন করেছিল তা শেষ হয়ে গিয়েছে। তাছাড়া বাপির মান সন্মানও প্রশ্নের মুখে পড়েছে। এমন একটা নোংরা অপবাদ বয়ে কষ্টের জীবন বাঁচতে চায় না সে। কিন্তু মেঘের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না বাবা-মা।

আরও পড়ুনঃ দু’নৌকায় পা দিয়ে চলা হবে না! শিমুলের ব্যবহার দেখে বোমা ফাটালো শতদ্রু, ফাঁস পুরো ধামাকা পর্ব

মেয়েকে মৃত্যুর মুখে দেখে ভেঙে পড়েছে মেঘের বাবা অনিন্দ্য। যে মেয়েকে ছোট থেকে আদর যত্ন করে মানুষ করেছে সে যে এমন একটা কাজ করবে সেটা ভাবতেও পারেননি তিনি। তাছাড়া সন্তানরা এমন কোনো কাজ করলে যে মা বাবা কতটা কষ্ট পেতে পারে তা ফুটিয়ে তুলতে সার্থক হয়েছে ‘ইচ্ছে পুতুল’ মেঘের মা-বাবার দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে।

Icche Putul Megh Hospitalised after trying to end her life

আরও পড়ুনঃ বেঙ্গল টপার হয়েও পোড়া কপাল, আচমকাই ‘জগদ্ধাত্রী’ ছেড়ে দিলেন প্রধান নায়িকা!

একসময় মেঘকে সহ্য করতেই পারত না মধুমিতা। কিন্তু বর্তমানে মেয়ে ময়ূরীর আসল রূপ দেখে সব ভুল বুঝতে পেরেছে সে। তাই মেঘকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে বুক ফেটে যাচ্ছে মা মধুমিতার। পর্দায় এমন অনবদ্য অভিনয় দেখে অভিনেতা অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকেরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥