• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঙ্গল টপার হয়েও পোড়া কপাল, আচমকাই ‘জগদ্ধাত্রী’ ছেড়ে দিলেন প্রধান নায়িকা!

শুরু থেকেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকটি। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে গোয়েন্দাকাহিনী নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে অল্প সময়ের মধ্যেই স্থান করে নিয়েছে দর্শকমনে। চলতি সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে  এই মেগা (Bengali Serial)

অঙ্কিতা মল্লিক, সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন। গোয়েন্দাকাহিনী ভিত্তিক এই মেগার অন্যতম আকর্ষণ হল কৌশিকী (Koushiki) চরিত্রটি। জ্যাস-কৌশিকীর যুগলবন্দি দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। এই কৌশিকী চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে (Rupsha Chakraborty)

   

Rupsha Chakraborty, Rupsha Chakraborty will be seen in Pradhan movie, জগদ্ধাত্রী সিরিয়াল কৌশিকী রূপসা চক্রবর্তী

জগদ্ধাত্রীর প্রত্যেক সিদ্ধান্ত সমর্থন করে কৌশিকী। সে জানে, জ্যাস কখনও অন্যায় করে না। অন্যদিকে জগদ্ধাত্রীও নিজের বড়দি কৌশিকীকে ভীষণ সম্মান করে। তবে এবার শোনা যাচ্ছে, জ্যাস-কৌশিকীর এই সুপারহিট জুটিতেই নাকি ভাঙন ধরতে চলেছে!

 আরও পড়ুনঃ তোমার চেয়ে বেশি ভালোবাসে পর্ণা, মায়ের মুখের ওপর জানাল ‘বাবুউউ’, টিভির আগেই ফাঁস দমদার পর্ব

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ‘জগদ্ধাত্রী’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জ্যাসকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে কৌশিকীর। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। কৌশিকীর এই অবস্থা দেখে ছুটে আসে জগদ্ধাত্রী। তবে কিছু করার আগেই তাকে কিডন্যাপ করে নেয় একজন অচেনা ব্যক্তি।

Jagaddhatri serial Koushiki Rupsha Chakraborty, জগদ্ধাত্রী সিরিয়াল কৌশিকী রূপসা চক্রবর্তী

‘জগদ্ধাত্রী’র এই প্রোমো দেখেই চিন্তায় পড়ে গিয়েছেন বহু দর্শক। তাহলে কি জ্যাসকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়বে কৌশিকী? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন। পাশাপাশি কেউ কেউ আবার ভাবছেন, রূপসা সিরিয়াল ছেড়ে দিলেন না তো? সব মিলিয়ে, ‘জগদ্ধাত্রী’র নতুন প্রোমো দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছেন দর্শকদের একাংশ।

আরও পড়ুনঃ এবার জব্দ হবে পরাগ-পলাশ! শিমুলের পাশে দাঁড়িয়ে চরম সিদ্ধান্ত নিল মধুবালা, ফাঁস তোলপাড় করা পর্ব

কৌশিকী অভিনেত্রী রূপসা সিরিয়াল ছেড়ে দিলেন কিনা এই নিয়ে জোর জল্পনা-কল্পনা চললেও অভিনেত্রী নিজে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাই অনেকেই ভাবছেন, মোটেই সিরিয়াল ছাড়েননি তিনি। ধারাবাহিকে গুলি লেগে আহত হলেও শীঘ্রই সুস্থ হয়ে স্বমহিমায় হাজির হবেন দর্শকদের প্রিয় কৌশিকী।