• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন সন্তানের মা হয়েও একা! আক্ষেপের সুরে একাকী জীবনের কাহিনী জানালেন শর্মিলা ঠাকুর

Updated on:

Sharmila Tagore opens up about her favourite family member

ছেলেমেয়েরা বড় হয়ে গেলে নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে অনেকসময় মা-বাবাকে দেখার সময়টাও তাঁদের কাছে থাকে না। সাধারণ মানুষ তো বটেই, অনেক বর্ষীয়ান তারকাও এই হৃদয়বিদারক পরিস্থিতির সম্মুখীন হন। সম্প্রতি যেমন বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) জানিয়েছেন, তিন সন্তান থাকতেও তিনি একাকী দিনযাপন করেন। বৃদ্ধ বয়সে দুই পোষ্য কুকুরকে নিয়ে একা থাকেন অভিনেত্রী।

সম্প্রতি এক আলাপচারিতায় শর্মিলাকে প্রশ্ন করা হয়েছিল, পরিবারের কোন সদস্যের তাঁর সবচেয়ে কাছের? সেই প্রশ্নের জবাবেই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর সবচেয়ে প্রিয় পরিবারের সদস্য হল তাঁর দুই পোষ্য কুকুর (Dog)। এরপর তিনি জানান, সাবা (Saba Ali Khan), সইফ (Saif Ali Khan) এবং সোহা (Soha Ali Khan) প্রত্যেকেই নিজের নিজের জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। তাই তিনি এখন একাই থাকেন।

Sharmila Tagore family

শর্মিলা বলেন, ‘এখন তো আমি দিল্লিতে থাকি। সব বাচ্চারা এখানে (মুম্বই) থাকে। সবাই বড় হয়ে গিয়েছে। সবার নিজস্ব জীবন আছে, পছন্দ-অপছন্দ আছে। প্রত্যেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে। সাবা একজন গয়না ডিজাইনার। সইফ এবং সোহা এখন সিনেমায় কাজ করে। তাই আমি একা এখন দিল্লিতে থাকি’।

আরও পড়ুনঃ ফুলশয্যার রাতেই বেরিয়ে এল নৃশংস চেহারা! বিছানায় রূপের লালসার শিকার গিনি, ফাঁস তুলকালাম পর্ব

শর্মিলা আরও জানান, এখন দুই পোষ্যকে নিয়ে থাকেন তিনি। সেই দু’জনের সঙ্গেই সময় কেটে যায় বর্ষীয়ান তারকার। ‘গুলমোহর’ অভিনেত্রী বলেন, ‘এখন আমার কাছে দু’টো কুকুর আছে। একজনের নাম মিষ্টি এবং আরেকজনের নাম নিমকি’।

আরও পড়ুনঃ পোড়া কপাল, মিশকার চালে আবারও তছনছ সূর্য-দীপার সংসার! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Sharmila Tagore family, Sharmila Tagore dogs

কথার সূত্রেই শর্মিলা জানান, তাঁর এই দুই পোষ্য কিন্তু কোনও বিদেশি প্রজাতির দামি কুকুর নয়। বরং তাঁর ছোট মেয়ে সোহা একবার হাইওয়ের ধার থেকে এই দুই পথ কুকুরকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। এরপর থেকে তাদের ঠিকানা হয়ে গিয়েছে শর্মিলার বাড়ি। শুধু তাই নয়, অভিনেত্রীর মন জুড়েও এখন অনেকটা স্থান দখল করে রেখেছে তারা। সেই জন্যই তো পরিবারের সবচেয়ে ‘প্রিয় সদস্য’ হিসেবেও ‘মিষ্টি’ এবং ‘নিমকি’কেই বেছে নিয়েছেন শর্মিলা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥