• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পোড়া কপাল, মিশকার চালে আবারও তছনছ সূর্য-দীপার সংসার! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Updated on:

Deepa left Sengupta house again with Sona Rupa Anurager Chhowa upcoming track reveal

সমস্ত ঝড়ঝাপ্টা পেরিয়ে সবেমাত্র চার হাত এক হয়েছিল সূর্য-দীপার (Surjo-Deepa)। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি থেকে শুরু করে সমস্ত মান-অভিমান সবকিছু ভুলেই আবার এক হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের এই জনপ্রিয় জুটি। যদিও সুখ ক্ষণস্থায়ী। এরই মাঝে তাদের সোনার সংসার তছনছ করে দিতে ঝড়ের মতোই এসে হাজির হয়েছে মিশকা (Mishka)

এত বছর ধরে মিশকার বোনা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিড়ে সূর্য দীপাকে কাছে টেনে নিতেই নতুন এক নোংরা খেলায় মেতে উঠেছে মিশকা। কিছুদিন আগেই দেখা গিয়েছে, কাউকে কিছু না না জানিয়েই সূর্য ডিএনএ টেস্ট করিয়ে জানতে পেরেছে সোনা রুপা তার সন্তান। আর তারপরেই সূর্যের সামনে থেকে উঠে গিয়েছে সমস্ত মিথ্যের পর্দা। তাই সূর্যকে এবার যেন যেন প্রকারে নিজের করতেই চূড়ান্ত নোংরামি শুরু করেছে মিশকা।

Deepa left Sengupta house again with Sona Rupa Anurager Chhowa upcoming track reveal

ল্যাবটরিতে রাখা সূর্যের ফ্রোজেন স্পার্ম দিয়ে বেআইনিভাবে ইতিমধ্যেই  মা হতে চলেছে মিশকা। আর বাইরের সকলের সামনে সূর্যের চরিত্র নিয়ে নোংরা কথা বলে সূর্যকে তার সন্তানের বাবা হিসাবে দাবি করছে মিশকা। আর এইভাবেই সূর্য দীপাকে আলাদা করার জন্য আবার  এক মোক্ষম চাল দিয়েছে মিশকা। যদিও দীপা জানে যে তার ডাক্তারবাবু কোন অন্যায় করেনি। কিন্তু এদিন মিশকার  আত্মবিশ্বাস দেখে ভয়ে বুক কাছে কাঁপছে দীপারও।

আরও পড়ুনঃ ঋতুপর্ণা-রচনার জন্য নায়িকা হতে পারিনি! সাক্ষাৎকারে বোমা ফাটালেন লকেট চট্টোপাধ্যায়

গত পর্বেই দেখা গিয়েছে সূর্য দিবার বিবাহ বার্ষিকীতে আবার তাদের বিয়ে দিচ্ছে গোটা সেনগুপ্ত পরিবার। সেই খুশি আর  আনন্দে ঝলমল করে উঠেছে গোটা সেনগুপ্ত পরিবার। ঠিক এমন সময় কলেজের স্যারকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে মিশকা। ওই স্যারকে দিয়ে বলিয়েই সূর্যকে ডিএনএ টেস্ট করানোর জন্য রাজি করায় মিশকা।

 আরও পড়ুনঃ নীল অতীত জিষ্ণুকে বিয়ে করে সুখ হবে মেঘ, আশীর্বাদ বাবার! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Deepa left Sengupta house again with Sona Rupa Anurager Chhowa upcoming track reveal

এদিন মিশকা সূর্যকে ওপেন চ্যালেঞ্জ করে জানায় সে যেখান থেকে খুশি ডিএনএ টেস্ট করতে পারে। ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হয়ে যাবে তার গর্ভে সূর্যের সন্তান রয়েছে। আর এইভাবেই এদিন আরও একবার মিশকার পাতা ফাঁদে পা দিয়ে ফেঁসে যায় সূর্য। সেইসাথে সূর্য এদিন বলেছে মিশকার সাজানো মিথ্যে সত্যি হলে সে মিশকা যা বলবে তাই করবে। অন্যদিকে মিশকার এত আত্মবিশ্বাস দেখে  ভয় পেয়ে যায় দীপা।

Deepa left Sengupta house again with Sona Rupa Anurager Chhowa upcoming track reveal

এরই মধ্যে এসে গিয়েছে এই সিরিয়ালের আগামী পর্বের আপডেট। জানা যাচ্ছে  সূর্য ডিএনএ টেস্ট করানোর পর রিপোর্ট পজিটিভ আসতেই  দীপা আবার  সোনা-রুপাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি ছেড়ে দাদার বাড়ি চলে যাবে। আসলে দীপা এদিন সূর্যকে ভুল বোঝার মিথ্যা নাটক করবে । আসলে এর পিছনে তার কোন অন্য উদ্দেশ্য রয়েছে, আর সেটা এক প্রকার নিশ্চিত।  কিন্তু দীপা কি প্ল্যান করছে? বা করতে চলেছে তা এখনো স্পষ্ট নয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥