• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুলশয্যার রাতেই বেরিয়ে এল নৃশংস চেহারা! বিছানায় রূপের লালসার শিকার গিনি, ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Icche Putul Gini Rup fulsojja scene sparks new controversy

গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’কে জোর টক্কর দিচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। গত সপ্তাহেও এই ধারাবাহিকের টিআরপি ছিল ৫.৫। মেঘ-নীলের ডিভোর্স, রূপ-গিনির বিয়ে এবং নীল-ময়ূরীর বিয়ের ট্র্যাক দেখিয়ে দর্শকদের উত্তেজনা একেবারে চরমে নিয়ে গিয়েছে এই সিরিয়াল। তবে এবার এই ‘ইচ্ছে পুতুল’র একটি দৃশ্য দেখেই বেজায় চটে গিয়েছেন দর্শকরা।

জি বাংলার এই ধারাবাহিকটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, বিয়ের পর শ্বশুরবাড়ি এসেই গিনি (Gini) বুঝে গিয়েছে রূপ (Rup) খুব একটা সুবিধের ছেলে নয়। ভাত-কাপড়ের অনুষ্ঠান নষ্ট করা থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরা- রূপের আসল চেহারা আস্তে আস্তে বেরিয়ে আসছে গিনির সামনে।

Icche Putul, Icche Putul Rup and Gini

যদিও রিসেপশনের দিন গাঙ্গুলী পরিবারের কাছে যাতে গিনি সবটা ফাঁস না করে দেয়, সেই জন্য পা ধরে ক্ষমা চাওয়ার নাটক করেছিল রূপ। কিন্তু রিসেপশন মিটতেই আবার যেই কে সেই! ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, ফুলশয্যার (Fulsojja) রাতে বিছানায় গিনির ওপর অত্যাচার করবে রূপ। প্রথম রাতেই স্বামীর লালসার শিকার হতে চলেছে নীলের বোন।

ফুলশয্যার রাতেই একদিকে যেমন গিনির সামনে রূপের ভালোমানুষির মুখোশ খুলে যাবে, তেমনই প্রমাণিত হয়ে যাবে মেঘ মিথ্যে কথা বলেনি। নিজের জেদের বশে রূপকে বিয়ে করে সে যে কত বড় ভুল করেছে তা এবার হাড়ে হাড়ে টের পাবে গিনি।

Icche Putul, Icche Putul Rup Gini fulsojja

‘ইচ্ছে পুতুল’র আসন্ন এই ফুলশয্যার ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ধারাবাহিকের সৃজনশীলতা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। পারিবারিক ধারাবাহিকে এমন দৃশ্য দেখানো আদৌ উচিত কিনা উঁকি দিয়েছে সেই বিতর্কও।

প্রসঙ্গত, জি বাংলার এই মেগা অবশ্য এই প্রথম বিতর্কে জড়ায়নি। প্রথম প্রোমো প্রকাশ্যে আসার পরেও ‘ইচ্ছে পুতুল’ নিয়ে বিতর্ক হয়েছিল। অনেকে অভিযোগ করেছিলেন, স্টার জলসার একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে নদী’র নকল এটি। যদিও সময়ের সঙ্গে আস্তে আস্তে দর্শকমনে স্থান করে নিয়েছে মেঘ-ময়ূরী-নীলরা। ধারাবাহিকের ক্রমবর্ধমান টিআরপিই বলে দিচ্ছে সেকথা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥