• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় ফিরছে ‘ভালোবাসা ডটকম’ জুটি, রাজা-মধুবনী জুটির প্রমো দেখে উচ্ছসিত দর্শকেরা

Updated on:

Valobasa Dot Com fame Raja Goswami Madhubani Goswami coming on TV together

বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন রাজা গোস্বামী (Raja Goswami) এবং মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভালোবাসা ডটকম’-এর হাত ধরেই এই মিষ্টি জুটির পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে। এই সিরিয়ালটি দর্শকমহলে এতটাই জনপ্রিয় হয়েছিল যে পর্দার ত্তম-তোড়া জুটিকে আজও ভুলতে পারেননি দর্শক। ধারাবাহিকে ত্তম-তোড়ার চরিত্রে অভিনয় করেছিলেন রাজা-মধুবনি।

তাঁদের জুটির রসায়ন আজও চোখে লেগে রয়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের। এখন তাঁরা একসাথে অভিনয় না করলেও আলাদা আলাদা চ্যানেলে অভিনয় করছেন। রাজা মধুবনিকে শেষবার একসাথে টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ইসমার্ট জোড়ির মঞ্চে। এই রিয়ালিটি শো শেষ হওয়ার বহুদিন পর আবার একসাথে এক ফ্রেমে দেখা গেল তাঁদের।

Raja Goswami,Madhubani Goswami,Bhalobasa Dot Com,Didi No 1,রাজা গোস্বামী,মধুবনী গোস্বামী,দিদি নং ১,ভালোবাসা ডট কম

সদ্য জি বাংলায় দিদি নাম্বার ওয়ানের (Didi No 1) মহালয়া স্পেশাল পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন বাংলা টেলিভিশনের চার সেলিব্রেটি জুটি। তাঁদের  মধ্যেই অন্যতম ছিলেন রাজা-মধুবনী। মা হওয়ার পর থেকে বেশ কিছুদিন লাইট ক্যামেরা অ্যাকশনের জগত থেকে দূরেই ছিলেন মধুবনী। এখন রাজা-মধুবনীর ছেলে কেশব একটু বড় হয়েছে।

আরও পড়ুনঃ সমাজের গোঁড়ামিকে কাঁচকলা, দূর্গাপুজোয় দেদার নাচ কোজাগরীর, প্রোমো দেখেই প্রশংসায় পঞ্চমুখ দর্শক

আর তারপরেই আবার কাজে ফিরেছেন অভিনেত্রী। বহুদিন পর আরও একবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন মধুবনী। সান বাংলার নতুন  সিরিয়াল ‘শ্যামা’তে মা কালীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির রাজার উদ্দেশ্যের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) প্রশ্ন ছিল তিনি এত রোগা হয়ে গেলেন কি করে?

আরও পড়ুনঃ বিয়ের ৭ মাসের মাথাতেই গুড নিউজ! বাবা হচ্ছেন দুর্নিবার, নিজেই সুখবর দিলেন হবু মা মোহর

পুজোর আগেই অভিনেতার  এই নতুন লুক দেখে কৌতূহল বশতই এদিন প্রশ্নটা করেছিলেন রচনা। কিন্তু উত্তরে রাজা যা বলেছেন তা শুনতে একেবারেই প্রস্তুত ছিলেন না কেউ। এদিন রসিকতা করেই রাজা বলেন আসলে এবারের পুজায় মধুবনী এতগুলো শাড়ি কিনেছে যা বইতে বইতেই নাকি তিনি রোগা হয়ে গিয়েছেন। অভিনেতার মুখে একথা শুনে দমফাটা হাসিতে ফেটে পড়েন সঞ্চালিকা রচনা সহ মঞ্চে উপস্থিত সকল সেলিব্রেটিরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥