• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের ৭ মাসের মাথাতেই গুড নিউজ! বাবা হচ্ছেন দুর্নিবার, নিজেই সুখবর দিলেন হবু মা মোহর

Updated on:

Durnibar Saha and Mohor Sen expecting their first child shares pregnancy news

বাংলার সঙ্গীতপ্রেমী মানুষদের কাছে দুর্নিবার সাহা (Durnibar Saha) নামটা বেশ পরিচিত। গানের দুনিয়ার প্রথম সারির শিল্পীদের মধ্যে একজন হলেন তিনি। মাঝেমধ্যেই তাই সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে আসেন তিনি। কখনও তাঁর কাজ নিয়ে, কখনও আবার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় অনুরাগীদের মধ্যে। সেই দুর্নিবারই খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছেন।

চলতি বছর মার্চ মাসে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার। প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর মোহর (Mohor Sen) ওরফে ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। মোহর হলেন টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সহকারী। শীঘ্রই তাঁদের পরিবারে আসতে চলেছে খুদে সদস্য। দেবীপক্ষের শুরুতে ছবি শেয়ার করে সুখবর দেন মোহর নিজে।

Durnibar Sahas Mohor Marriage Troll Reply

রবিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি কার্ডের ছবি শেয়ার করেন মোহর। সেই কার্ডে লেখা, ‘আমরা ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি শীঘ্রই আমাদের জীবনে ছোট্ট চমৎকার আসতে চলেছে’। সেই সঙ্গেই লেখা, ‘এভাবে ঘুমিয়ে-ঘুমিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এবার এমন একটা কাজ করছি যেটা আমরা অনেকদিন ধরেই করতে চেয়েছি’। মোহর এই পোস্ট শেয়ার করা মাত্রই হবু মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ স্ক্রিপ্ট পেয়েও রিজেক্ট, কেন জিৎ-র সাথে কাজ করতে চান না দেব? অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেতা

Dunirbar Saha and Mohor Sen, Dunirbar Saha and Mohor Sen pregnant

আরও পড়ুনঃ সমাজের গোঁড়ামিকে কাঁচকলা, দূর্গাপুজোয় দেদার নাচ কোজাগরীর, প্রোমো দেখেই প্রশংসায় পঞ্চমুখ দর্শক

দুর্নিবার যখন মোহরকে বিয়ে (Marriage) করেন তখন তাঁকে কম কটাক্ষ শুনতে হয়নি। এমনকি কুমন্তব্যের তীর ধেয়ে এসেছিল মোহরের দিকেও। তবে তাঁরা একে অপরের হাত ছাড়েননি। এবার সেই তারকাজুটির পরিবারেই আসতে চলেছে খুদে সদস্য। সম্পূর্ণ হতে চলেছে তাঁদের পরিবার।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@mohorsen710)

শোনা যায়, আজ থেকে প্রায় দু’বছর আগে সামপ্লেস এলসে একটি শো শুনতে গিয়ে প্রথম আলাপ হয় মোহর-দুর্নিবারের। কয়েকমাস হতে না হতেই বুম্বাদার সহকারীকে প্রেম প্রস্তাব দেন গায়ক। সেই বছরের শুরুর দিকেই প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় দুর্নিবারের। বছর খানেক চুটিয়ে প্রেম করার পর চলতি বছর ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়েন মোহর-দুর্নিবার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥