• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গঙ্গার পাড়ে জমে যাবে প্রেম! রইল ভ্যালেনটাইন মাসে সঙ্গীর সাথে ঘোরার সেরা পার্কের হদিশ

Published on:

Valentine’s Day destination Pujali Netaji Park near Kolkata

ফেব্রুয়ারি মাস নিয়ে যুগলদের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে। ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) নিয়ে কমবেশি প্রত্যেক কাপলেরই কিছু না কিছু পরিকল্পনা থাকে। কেউ একসঙ্গে লাঞ্চ অথবা ডিনার করতে যায়, কেউ আবার একান্তে কোনও পার্কে (Park) বসে সময় কাটাতে পছন্দ করে। আপনি যদি ভালোবাসার মানুষের সঙ্গে নিরিবিলি কোনও জায়গায় একান্তে ‘প্রেমদিবস’ কাটানোর পরিকল্পনা (Places to Visit for Couples) করে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন।

আজ প্রেমের মাসে ঘোরার মতো একটি দুর্দান্ত পার্কের খোঁজ নিয়ে এসেছি আমরা। গঙ্গার পাড়ে এই পার্কে গেলে কীভাবে যে সময় কেটে যাবে আপনি নিজেও ধরতে পারবেন না। কাজের চাপে আপনার হাতে যদি খুব বেশি সময় না থাকে, তাহলে মনের মানুষকে নিয়ে ঘুরে আসতেই পারেন পূজালির নেতাজি পার্ক (Pujali Netaji Park) থেকে।

Pujali Netaji Park

শহর কলকাতার (Kolkata) উপকণ্ঠে গঙ্গার পাড়ে এই পার্কের জনপ্রিয়তা আস্তে আস্তে পর্যটকদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রবেশ করতে গেলে মাত্র ১০ টাকা প্রবেশমূল্য লাগবে। এখানে সমস্ত রকমের আধুনিক পরিষেবা পাওয়া যায়। রাত কাটানোর পরিকল্পনা থাকেও অসুবিধা হবে না। কারণ এখানে রুম বুক করার ব্যবস্থা আছে। মাত্র ১০০০ টাকা থেকে ঘর পেয়ে যাবেন আপনি।

আরও পড়ুনঃ কলকাতায় প্রিয়জনের সাথে সময় কাটাতে চান? রইল প্রেম করার মতো ৫টি দুর্দান্ত জায়গার হদিশ

Pujali Netaji Park

পূজালির নেতাজি পার্কে দোলনা, গ্যালারি থেকে শুরু করে গঙ্গার তীরে কাপল ফ্রেন্ডলি বসার জায়গা সবকিছু পাবেন আপনি। গঙ্গার শীতল হাওয়ায় মনের মানুষের সঙ্গে একেবারে অন্যরকমভাবে কাটাতে পারবেন গোটা দিনটা।

আরও পড়ুনঃ প্রকৃতির বুকে পাহাড়ের কোলে, রইল কালিম্পংয়ের কাছেই নদী-ঝর্ণা-জঙ্গল মেশানো ৫টি অফবিট জায়গার হদিশ

Pujali Netaji Park

মনোরম পরিবেশ এবং সমস্ত আধুনিক পরিষেবা থাকায় পূজালির নেতাজি পার্কের জনপ্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। প্রেমের মাস তথা ফেব্রুয়ারি মাসে যে এখানে ভালো রকমের ভিড় হবে তা আশা করাই যায়। ভালোবাসার মানুষের সঙ্গে আপনিও চাইলে চলে যেতে পারেন এখানে। এক কথায়, অল্প সময়ের মধ্যে ঘোরাফেরা, খাওয়াদাওয়া আর আনন্দ করতে চাইলে আপনি ঘুরে আসতেই পারেন গঙ্গা পাড়ের এই ডেস্টিনেশন থেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥