• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতায় প্রিয়জনের সাথে সময় কাটাতে চান? রইল প্রেম করার মতো ৫টি দুর্দান্ত জায়গার হদিশ

Published on:

5 Places in Kolkata Couples can try visiting

Places to travel in Kolkata for quality time : সারাদিনের ব্যস্ততা কিংবা কাজের প্রেশার ছেড়ে মাঝে মধ্যেই ইচ্ছে করে ঘুরতে (Travel Destination) যেতে। কিন্তু সব সময় তো চাইলেই দূরে কোথাও ঘুরতে চলে যাওয়া যায় না। এর বদলে মনের মানুষকে নিয়ে যদি কাছাকাছি কোথাও কিছুক্ষণের জন্য ঘুরে আসা যায় তাহলে মন্দ হয় না। তাই আজ আপনাদের জন্য রইল কলকাতার মধ্যেই প্রেমিক প্রেমিকাদের জন্য ঘোরার মত ৫টি দুর্দান্ত জায়গার হদিশ।

ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) : শহর কলকাতার রোম্যান্টিক জায়গাগুলোর মধ্যে অন্যতম হল ভিক্টোরিয়া। চারিদিকে সাজানো বাগান, নানান রকম ফুল, ফোয়ারা- এসবের মাঝেই প্রেম করার মজাটাই যেন আলাদা।

Victoria Memorial, Romantic places for couples in Kolkata

প্রিন্সেপ ঘাট (Princep Ghat) : হুগলী নদীর তীরে একটি অত্যন্ত মনোরম জায়গা হল প্রিন্সেপ ঘাট। গঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে যদি নিজেদের মধ্যে কিছুটা সময় কাটাতে চান তাহলে চলে যেতেই পারেন এখানে।

আরও পড়ুনঃ চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘা! দীঘার বাজেটে ঘুরে আসুন কলকাতার কাছের এই পাহাড়ি গ্রাম থেকে

Princep Ghat, Romantic places for couples in Kolkata

আরও পড়ুনঃ আর দার্জিলিং নয়, রইল কমখরচে ঘোরার জন্য ছবির মত সুন্দর এই অফবিট পাহাড়ি গ্রামের হদিশ

ইকো পার্ক (Eco Park) : প্রেম করার পাশাপাশি যদি একটু ঘোরারও প্ল্যানিং থাকে তাহলে চলে যেতে পারেন ইকো পার্কে। বোটিং থেকে শুরু করে নানান রকম স্পোর্টসের সুযোগসুবিধা রয়েছে এখানে। পাশাপাশি সবুজে ভরা এই জায়গায় গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর এবং মন।

Eco Park, Romantic places for couples in Kolkata

সেন্ট্রাল পার্ক (বনবিতান) (Central Park) : প্রেমিক-প্রেমিকাদের রোম্যান্সের জন্য সেন্ট্রাল পার্ক প্রচণ্ড জনপ্রিয়। সঙ্গীর সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে চাইলে আপনার ডেস্টিনেশন হতেই পারে এটি।

Central Park, Romantic places for couples in Kolkata

ময়দান (Maidan) : পড়ন্ত এক বিকেলে চা খেতে খেতে ময়দানে প্রেম করার মজাটাই আলাদা। শহরের হাজার ব্যস্ততার মাঝে আপনি যদি ভালোবাসার মানুষের সঙ্গে একটু সবুজের ছোঁয়া পেতে চান তাহলে চলে যেতে পারেন ময়দানে।

Maidan, Romantic places for couples in Kolkata

অবশ্য এছাড়াও আরও একাধিক সুন্দর ডেস্টিনেশন রয়েছে। তবে আজকের মত এপর্যন্তই। এছাড়াও যদি কম খরচে দুর্দান্ত সমস্ত অফবিট জায়গার খোঁজ পেতে চান তাহলে আমাদের ভ্রমণ বিভাগে চলে যান অফুরন্ত ঘুরতে যাওয়ার জায়গার হদিশ পেয়ে যাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥