• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঁচে যাবে পার্লারের খরচ! বাড়িতে বানিয়ে এভাবে হেয়ার প্যাক ব্যবহার করলেই বন্ধ হবে চুল পড়া

Published on:

Use this protein hair mask to prevent hair fall problem

লম্বা, কালো, ঘন চুল (Thick Hair) প্রত্যেকেই চায়। কিন্তু সবার সেই স্বপ্ন পূরণ হয় না। চুলের অযত্ন থেকে শুরু করে দূষণ, একাধিক কারণে চুল পড়ার সমস্যায় (Hair Fall Problem) ভোগেন মানুষে। সেই জন্য আজকের প্রতিবেদনে আপনাদের এমন একটি ঘরোয়া হেয়ার মাস্ক (Hair Mask) বানানোর পদ্ধতি আমরা তুলে ধরলাম, যা মাখলে চুলের গোড়া হবে মজবুত। সেই সঙ্গেই বন্ধ হবে চুল পড়া। পাশাপাশি ৩টি টিপসও দিলাম যেগুলি মেনে চললে চুল হবে স্বাস্থ্যকর।

চুলের যত্নে অনেকেই বাজার থেকে কিনে হেয়ার মাস্ক ব্যবহার করেন। কিন্তু সেগুলিতে অনেক সময় কেমিক্যাল থাকে। তাই বাড়িতে হেয়ার মাস্ক বানিয়ে নেওয়াই চুলের জন্য সবচেয়ে ভালো। ঘরোয়া প্রোটিন হেয়ার মাস্ক (Protein Hair Mask) বানাতে আপনার এক বাটি দই, দু চামচ কফি পাউডার, একটি কলা এবং ৩-৪ চামচ টাটকা অ্যালোভেরা জেল লাগবে।

Protein hair mask, Hair fall problem

প্রথমে একটি বাটিতে দই নিন। এরপর এর সঙ্গে কফি পাউডার মেশান। এরপর তার সঙ্গে ফ্রেশ অ্যালোভেরা জেল যোগ করুন। এরপর একটি কলা ভালো করে চটকে মিশিয়ে দিন। এরপর প্রত্যেকটি উপকরণ ভালো করে মিক্স করুন। এরপর এই মিশ্রণ চুলে লাগান। ৩০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার ব্যবহার করলেই নিজের চোখে ফলাফল দেখতে পাবেন।

আরও পড়ুনঃ এবার পুজোয় আপনিই হবেন সেরা সুন্দরী, এই ছোট্ট কাজ করলে ১ মাসেই পাবেন সূর্যের মত জেল্লা!

Hair oil massage, Hair fall problem

আরও পড়ুনঃ ৩ দিনে মিটবে ব্রণর সমস্যা! বাড়িতে বানিয়ে ব্যবহার করুন এই ৫টি ফেস মাস্ক, ফল পাবেন হাতেনাতে

তবে শুধু হেয়ার মাস্ক ব্যবহার করলেই হবে না। সেই সঙ্গে চুলের যত্নে কয়েকটি টিপসও মেনে চলতে হবে। অনেকেই আছেন, যারা স্টাইলের কারণে চুলে একেবারেই তেল দেন না। এটা কিন্তু একেবারেই করা উচিত নয়। চুলে তেল না দিলে চুলের গোড়া যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনই ডগাও ফাটতে থাকে। সেই জন্য স্ক্যাল্পে নিয়মিত নারকেল তেল মালিশ করুন। ঘণ্টা খানেক রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন চুলের অনেক সমস্যা দূর হয়েছে।

Aloe Vera gel for hair, Hair fall problem

এছাড়া চুলের যত্নে চাইলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। সেই জন্য আপনাকে প্রথমে অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিতে হবে। এরপর সেটি স্ক্যাল্প এবং চুলে লাগাতে হবে। ৩০-৪০ মিনিট রেখে ধুয়ে ফেললেই দেখবেন চুলের ঔজ্জ্বল্য যেমন ফিরবে, তেমনই ডগা ফাটার সমস্যাও দূর হবে।

Honey, How to reduce acne problem, Hair fall problem

চুলের যত্নে মধুও ভীষণ কাজে আসে। আপনি চাইলে টক দই, মধু এবং অলিভ অয়েল দিয়ে একটি হেয়ার মাস্ক বানিয়ে তা চুলে লাগাতে পারেন। ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন আপনার চুলের অনেক সমস্যা কমে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥