• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার পুজোয় আপনিই হবেন সেরা সুন্দরী, এই ছোট্ট কাজ করলে ১ মাসেই পাবেন সূর্যের মত জেল্লা!

Beauty Tips for Glowing Skin : রূপচর্চার (beauty care) জন্য আমরা কতকিছুই না করে থাকি! অথচ হাজারো দামি প্রোডাক্ট ব্যবহার করেও সেই হারিয়ে যাওয়া জেল্লা বা সৌন্দর্য (Glow) ফিরে পাওয়া যায় না। তাছাড়া কেমিক্যাল ব্যবহারের ফলে লাভের বদলে ক্ষতিও হয় অনেক সময়। অথচ পুরোনো দিনে কোনো কেমিক্যাল ব্যবহার ছাড়াই অনেক বেশি উজ্জ্বল থাকত ত্বক। আগেকার দিনের মহিলারা তাহলে কি করতেন নিজেদের রূপচর্চার জন্য? এর উত্তর লুকিয়ে আছে বাড়িতেই। আজ আপনাদের একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রূপচর্চার কিছু পদ্ধতি জানাবো।

আসলে মৌসুমী জলবায়ুর দেশ হওয়ায় কোনোবছর বর্ষা তো কোনোবছর রোড প্রচন্ড পরিমানে বেড়ে যায়। তারপর সামনেই পুজো। তাই নিজেকে একটু সুন্দরী করা তোলার ইচ্ছা সকলেরই থাকে। চিন্তা নেই আজ ঘরোয়া উপায়েই সুন্দর ও জেল্লাদার ত্বক (Glowing Skin) পাওয়ার উপায় নিয়ে হাজির হয়েছি।

   

দই মধু আর আটা দিয়ে ফেস প্যাক

বিউটি টিপস,ত্বকের যত্ন,লাইফস্টাইল,Glowing Skin Tips,Skin Care Tips,Beauty Tips,Life Style

  • একটি পাত্রে আটা মধু আর দই একত্রে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে অল্প একটু জল নিতে পারেন।
  • এবার সেই মিশ্রণটি মুখে ভালো করে ফেস প্যাকের মত করে লাগিয়ে নিতে হবে।
  • এরপর ১৫-২০ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

আরও পড়ুনঃ ৩ দিনে মিটবে ব্রণর সমস্যা! বাড়িতে বানিয়ে ব্যবহার করুন এই ৫টি ফেস মাস্ক, ফল পাবেন হাতেনাতে

আটা ও দুধের ফেস প্যাক

বিউটি টিপস,ত্বকের যত্ন,লাইফস্টাইল,Glowing Skin Tips,Skin Care Tips,Beauty Tips,Life Style

  • একটি পাত্রে আটা আর দুধ একত্রে ভালো করে মিশিয়ে নিন।
  • এবার সেই মিশ্রণটি মুখে ভালো করে ফেস প্যাকের মত করে লাগিয়ে নিন।
  • এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

আরও পড়ুনঃ টাকেও গজাবে নতুন চুল, বর্ষাকালে এই ৩ ভেষজ মাখলেই পেয়ে যাবেন কোমর অবধি চুল!

আটা গোলাপজল আর দুধের ফেস প্যাক 

বিউটি টিপস,ত্বকের যত্ন,লাইফস্টাইল,Glowing Skin Tips,Skin Care Tips,Beauty Tips,Life Style

  • একটি পাত্রে আটা ও গোলাপজল নিয়ে একটি ফেস প্যাকের মত মিশ্রণ বানিয়ে নিতে হবে।
  • এবার সেই মিশ্রণটি মুখে ভালো করে ফেস প্যাকের মত করে ম্যাসাজ লাগিয়ে নিতে হবে।
  • এরপর ১৫-২০ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

এছাড়াও অনেকেরই রোদে বেরোনোর ফলে তোকে কালো দাগ হয়ে যায় বা ট্যান হয়ে যায়। সেক্ষেত্রে দুধ দিয়ে ম্যাজিকের মত উপকার পেতে পারেন। দুধের মধ্যে থাকা প্রোটিন, ফ্যাট  থেকে শুরু করে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণগুলি ত্বকের রোদে পোড়ার জ্বালা কমিয়ে দিতে সাহায্য করে নিমেষেই।