• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরেই হবেন বিদেশিনী, সাত পাকে বাঁধা পড়লেন ‘উড়ন তুবড়ি’ নায়িকা! রইল ছবিগ্যালারি

Published on:

Uron Tubri,Sohini Banerjee,Joysurya Gupta,Marriage,Actor,Tollywood,Tollywood actor,উড়ন তুবড়ি,সোহিনী বন্দ্যোপাধ্যায়,জয়সূর্য গুপ্ত,বিয়ে,অভিনেত্রী,টলিউড,টলিউড অভিনেত্রী,Sohini Banerjee Joysurya Gupta,Sohini Banerjee marriage,সোহিনী বন্দ্যোপাধ্যায় জয়সূর্য গুপ্ত,সোহিনী বন্দ্যোপাধ্যায়ের বিয়ে

মাঘ মাস পড়তে না পড়তেই টলিপাড়ায় বিয়ের সানাই বাজতে শুরু করে দিয়েছে। সম্প্রতি যেমন সাত পাকে বাঁধা পড়লেন ‘উড়ন তুবড়ি’ নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায় (Sohini Banerjee)। লন্ডন নিবাসী প্রেমিকের গলায় মালা দিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের বিয়ের (Sohini Banerjee Marriage) একাধিক ছবি।

গত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে আছেন সোহিনী। আইবুড়োভাত থেকে শুরু করে গায়ে হলুদ- সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই সবকিছুর ছবি দেখে ফেলেছেন অনুরাগীরা। এবার পালা বিয়ের ছবি। মালা বদল টু সিঁদুর দান- সব কিছুর ছবি আজ আমরা তুলে ধরলাম আপনার সামনে।

সোহিনী বন্দ্যোপাধ্যায় জয়সূর্য গুপ্তর বিয়ে : Sohini Banerjee Joysurya Gupta marriage

২৭ জানুয়ারি মাঘের সন্ধ্যায় চার হাত এক হল সোহিনী-জয়সূর্যর। অভিনেত্রীর স্বামীর পুরো নাম জয়সূর্য গুপ্ত। গতকাল দুই পরিবার এবং কাছের মানুষদের সাক্ষী রেখে মিস থেকে মিসেস হয়ে উঠলেন ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri) অভিনেত্রী। বিয়ের দিন একেবারে সাবেকি বাঙালি বধূরূপে সেজে উঠেছিলেন সোহিনী। অপরদিকে জয়সূর্য গুপ্তর (Joysurya Gupta) পরনে ছিল তসর রঙা পাঞ্জাবি।

আরও পড়ুনঃ টুরু লাভ! শিমুল না হলে কাউকে বিয়েই করব না, শতদ্রুর ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

সোহিনী বন্দ্যোপাধ্যায় জয়সূর্য গুপ্তর বিয়ে : Sohini Banerjee Joysurya Gupta marriage

জানা গিয়েছে, গত এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে আছেন সোহিনী এবং জয়সূর্য। অবশেষে ২৭ জানুয়ারি পরিণতি পেল তাঁদের সম্পর্ক। দশ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকলেও মাঝখানে দেড় বছর ধরে কর্মসূত্রে লন্ডনে রয়েছেন জয়সূর্য। ভালোবাসার মানুষকে বেশ মিস করেন বলে জানান তিনি। বিয়ের দিন সংবাদমাধ্যমের কাছে জয়সূর্য বলেন, ‘ওকে মাঝে দেড় বছর দেখিনি, এরপর এমন বিয়ের সাজে দেখলে কী আর চোখ সরানো যায়!’

আরও পড়ুনঃ নীল অতীত, এবার মেঘের জন্য আনা পাত্রকেই চাই ময়ূরীর! আগাম পর্ব ফাঁস হতেই ছি ছি করছে দর্শকেরা

সোহিনী বন্দ্যোপাধ্যায় জয়সূর্য গুপ্তর বিয়ে : Sohini Banerjee Joysurya Gupta marriage

‘উড়ন তুবড়ি’ নায়িকার বিয়েতে ইন্ডাস্ট্রির একাধিক তারকাও উপস্থিত হয়েছিলেন। সর্বক্ষণ সোহিনীর ছায়াসঙ্গী হিসেবে ছিলেন তাঁর অনস্ক্রিন স্বামী তথা ‘উড়ন তুবড়ি’ নায়ক স্বস্তিক ঘোষ। গায়ে হলুদ, মালা বদল থেকে শুরু করে সিঁদুর দান, সারাক্ষণ প্রিয় বান্ধবীর পাশে ছিলেন তিনি। যদিও বিয়ে করে সোহিনী লন্ডন চলে যাচ্ছে বলে খানিক মন খারাপ স্বস্তিকের।

সোহিনী বন্দ্যোপাধ্যায় স্বস্তিক ঘোষ : Sohini Banerjee Swastik Ghosh

সোহিনী-জয়সূর্যর বিয়েতে উপস্থিত ছিলেন উদয়-অনামিকা, অনুরাধা মুখোপাধ্যায়, কল্যাণী মুখোপাধ্যায়, শৌনক রায়, দ্রোণ মুখোপাধ্যায়ের মতো তারকারা। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে জয়সূর্যর সঙ্গে লন্ডন যাবেন সোহিনী। তিনি আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেবেন বলে জানা গিয়েছে। তবে পাকাপাকিভাবে কিন্তু সোহিনী অভিনয়কে বিদায় জানাচ্ছেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥