• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জমে ওঠার আগেই প্রেমে ইতি! পুজোর মুখে একেঅপরের থেকে মুখ ফেরালো ঋত্বিক-শ্রীতমা, মনখারাপ ভক্তদের

Published on:

Mon Dite Chai serial fame Writwik Mukherjee Shritama Mitra's break up rumour

পুজোর আগেই একের পর এক বিচ্ছেদ জ্বরে কাঁপছে গোটা টলিপাড়া। জনপ্রিয় অভিনেত্রী সোহিনী এবং অভিনেতা রনজয় বিষ্ণুর বিচ্ছেদ এখন বাসি খবর, অন্যদিকে অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী নবনীতা দাসের ডিভোর্স নিয়ে জল্পনা এখনও তুঙ্গে পাশাপাশি দেবচন্দ্রিমা এবং রিজওয়ান রাব্বানী শেখের বন্ধুত্বেও চীড়  ধরেছে অনেকদিন। এসবের মধ্যেই শোনা যাচ্ছে দূরত্ব বাড়ছে অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee ) এবং অভিনেত্রী শ্রীতমা মিত্রের (Shritama Mitra) মধ্যেও।

রিয়েল লাইফ এই জুটি পর্দায় জামাইবাবু-শালীর চরিত্রে অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) সিরিয়ালে।কিছুদিন আগেই পর্দার শালিকার জন্মদিনে ফলাও করে শুভেচ্ছা জানিয়েছিলেন নায়ক সোমরাজ। কিন্তু এরই মাঝে হঠাৎ ছন্দপতন। আচমকাই সোশ্যাল মিডিয়ায় পর্দার দোয়েল অভিনেত্রী শ্রীতমাকে আনফলো করে দিলেন ঋত্বিক। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তিনি এতদিন শ্রীতমার সাথে যে ছবিগুলি শেয়ার করেছিলেন তাও হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মন দিতে চাই,Mon Dite Chai,সোমরাজ,Somraj,দোয়েল,Doyel,শ্রীতমা মিত্র,Shritama Mitra,ঋত্বিক মুখার্জী,Writwik Mukherjee,বিচ্ছেদ জল্পনা,Breakup Rumour

অন্যদিকে ঋত্বিকের সাথে পোস্ট করা ছবিগুলো সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে সযত্নে রেখে দিয়েছেন শ্রীতমা। কিন্তু হঠাৎ ঋত্বিক-শ্রীতমার মধ্যে এই অদৃশ্য দূরত্বের কারণ কি? উত্তরটা যদিও অধরা।  প্রসঙ্গত ‘মন দিতে চাই’ সিরিয়ালের শুটিং ফ্লোরেই চলতি বছরের শুরু থেকেই তাদের বন্ধুত্বের সূত্রপাত হয়। সিরিয়ালের নায়িকা তিতিরের দিদির দোয়েল চরিত্রে অভিনয় করছেন শ্রীতমার আর ঋত্বিক হয়েছেন এই সিরিয়ালের নায়ক সোমরাজ।

আরও পড়ুনঃ মিশকাকে খুন করে জেলে যাবে সূর্য! আবারও আলাদা দীপা, টিভির আগে ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

যদিও সম্পর্কের গুঞ্জনের শুরু থেকেই একে অপরকে ‘ভালো বন্ধু’ বলেই দাবি করতে শোনা  গিয়েছিল টলিপাড়ার এই মিষ্টি জুটিকে। যদিও সোশ্যাল মিডিয়ার ঋত্বিক শ্রীতমার ছবিতে ‘পেয়ার দোস্তি হে’ কমেন্ট করে বিষয়টা অনেকটাই খোলসা করে দিয়েছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পর্দার সোমরাজ -দোয়েলের বন্ডিং থেকে খুনসুটি সবটাই ছিল নজরকাড়া।

আরও পড়ুনঃ গল্পে দম থাকলেও TRP নেই, আচমকাই বন্ধ হচ্ছে জি বাংলার দুই সিরিয়াল, মাথায় হাত দর্শকদের

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মন দিতে চাই,Mon Dite Chai,সোমরাজ,Somraj,দোয়েল,Doyel,শ্রীতমা মিত্র,Shritama Mitra,ঋত্বিক মুখার্জী,Writwik Mukherjee,বিচ্ছেদ জল্পনা,Breakup Rumour

শ্রীতমার সাথে প্রেমের জল্পনা প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকার ঋত্বিক জানিয়েছিলেন ‘এই কথাটার সত্যতা বিচারের দায়ী কি আমার? সত্যি না মিথ্যা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না।  দর্শক যেটা ভাবছে ভাবুক।  আসল সত্যিটা এমন কিছু নয়।’ প্রসঙ্গত  টেলিপাড়ার বিনোদন জগতের নায়ক নায়িকাদের মধ্যে মনোমালিন্যের ঘটনা নতুন নয়।

কিছুদিন আগেও বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক-নায়িকা অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষও একে অপরকে আনফলো করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে তারা আবার নিজেদের সমস্ত ঝামেলা মিটিয়ে নিয়েছেন। তাই এখন ঋত্বিক-শ্রীতমা জুটির ভক্তরাও আশা করছেন তাঁদের ক্ষেত্রেও হয়তো এমনটাই ঘটবে খুব তাড়াতাড়ি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥