• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ করেছেন প্রতিবার, পুজোয় নতুন রূপে কামব্যাক করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়

Published on:

this Durga Pujo Veteran actor Victor Banerjee Comebaack in Bengali Cinema Raktabeej

বাংলা সিনেমার (Bengali Cinema) একজন কিংবদন্তি অভিনেতা হলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। অভিনয় জগতে তাঁর প্রথম হাতেখড়িই হয়েছিল বাংলার অস্কারজয়ী  পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমার হাত ধরে। পরবর্তীতে তিনি অভিনয় করেছেন মৃণাল সেন, শ্যাম বেনেগালের মতো খ্যাতনামা সব পরিচালকদের সিনেমাতে। একসময় বাংলার গন্ডি পেরিয়ে প্রতিভাবান এই অভিনেতা অভিনয় করেছেন জেমস আইভরি, ডেভিড লিন, রোনাল্ড নেমি, জেরি লন্ডন, রোমান পোল্যান্সকির মত বিদেশি পরিচালকদের সাথে।

তবে বহু বাংলা সিনেমা প্রেমীদের চোখে আজও লেগে রয়েছে ‘লাঠি’ সিনেমায় তাঁর অভিনয়। ভিক্টর ব্যানার্জি অভিনীত একটি বিদেশী সিনেমা অস্কার অস্কারও জিতেছিল। তাছাড়া সত্যজিৎ রায়ের জনপ্রিয় সিনেমা ‘ঘরেবাইরের জন্য সেরা সহ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। নিজের অভিনয় গুণেই যুগের থেকে অনেকটাই এগিয়ে থেকেছেন ভিক্টর ব্যানার্জী।

Victor Banerjee

তাঁর সাবলীল অভিনয়ে দীর্ঘদিন সমৃদ্ধ হয়েছেন গোটা সিনেমা জগৎ। একসময় তিনি চুটিয়ে অভিনয় করেছেন বাংলা সিনেমায়। কিন্তু তারপরেও বাংলার প্রতি শিকরের টানের সাথে সাথে একরাশ অভিমানও মিশেছিল অভিনেতার। তাই বহুদিন বাংলা সিনেমায় অভিনয় থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছিলেন অভিনেতা। তবে অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

এবারের দুর্গাপুজোয় শিবপ্রসাদ নন্দিতা জুটির উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা ‘রক্তবীজ’-এর (Raktabeej) হাত ধরেই বহুদিন পর বাংলা সিনেমায় ফিরছেন এই বর্ষিয়ান অভিনেতা। এই সিনেমাটিতে তিনি দেশের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি ‘অনিমেষ’ চরিত্রে অভিনয় করবেন। ২০১৪ সালের দুর্গা অষ্টমীর দিন খাগড়াগড়ের বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা বর্ধমান শহর। এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল জেএমবি জঙ্গি গোষ্ঠী।

In this Durga Pujo Veteran actor Victor Banerjee Comebaack in Bengali Cinema Raktabeej

ঘটনার মৃত্যু হয়েছিল শাকিল আহমেদ এবং শোভন মন্ডল নামে দুই ব্যক্তির। সেসময় এই মামলার তদন্তভার তদন্তভার সিআইডির হাত থেকে গিয়েছিল এনআইএয়ের হাতে। এবার সেই বাস্তবের ঘটনাই বড় পর্দায় দেখা দেখাতে চলেছেন শিবপ্রসাদ। সেবারের পুজোয় গ্রামের বাড়ি গিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আর রাষ্ট্রপতির গ্রামের বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বেই সন্ত্রাসবাদী হামলার খবরে কার্যত নড়েচড়ে বসেছিল কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার।

সিনেমায় খাগড়াগড়ের নাম পরিবর্তন করে খয়রাগড় রাখা হয়েছে। ভিক্টর ব্যানার্জি ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। আবির এবং মিমি দুজনেই রয়েছেন এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তের দায়িত্বে। সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ অক্টোবর। জানা যাচ্ছে এটাই প্রথম বাংলা সিনেমা যার শুটিং হয়েছে ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥