ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) বিলাসবহুল জীবনযাপন নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বিশ্ববিখ্যাত এই কোটিপতির দৈনন্দিন জীবনের পরতে পরতে রয়েছে বিলাসিতার ছাপ। রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও কিন্তু বিলাসিতার দিক দিয়ে কোন অংশে কম যান না। এই বয়সেও নীতা আম্বানির (Nita Ambani) ফিটনেস রীতিমতো দশ গোল দিতে পারে বলি সুন্দরীদেরও।
নীতা আম্বানির লাখ লাখ টাকার শাড়ি-গয়না, থেকে প্রসাধন সামগ্রী সবেতেই রয়েছে আভিজাত্যের ছাপ। তবে বিলাসবহুল জীবন যাপনের পাশাপাশি সমাজসেবী হিসেবেও বেশ নাম ডাক রয়েছে নীতা আম্বানির। তাঁর চায়ের কাপ থেকে লিপস্টিকের কৌটো কিংবা সুগন্ধি সবকিছুতেই রয়েছে নামিদামি বহু মূল্যবান রত্নের ছোঁয়া। যার দাম শুনলে রীতিমতো মাথা ঘুরে যায় আমি জনতার।
তবে শুধু মুকেশ আম্বানি কিংবা নীতা আম্বানি নন শিরোনামে থাকেন তাঁদের তিন সন্তান আকাশ,অনন্ত এবং ঈশাও। তাঁরা প্রত্যেকেই এখন বিবাহিত। নাতি নাতনি নিয়ে এখন ভরা সংসার গোটা আম্বানিদের। ধন-দৌলত, হীরে-মানিক কোন কিছুর অভাব নেই। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত আম্বানি পরিবারের মহিলাদের মূল্যবান গয়না-গাঁটিরও অভাব নেই।
আরও পড়ুন: আর কখনও জীতুর সাথে সিঁদুরখেলা হবে না! একসাথে কাটানো পুজোর স্মৃতিতে ডুব নবনীতার
জানলে অবাক হবেন আম্বানি পরিবারের মহিলাদের এত টাকা পয়সা গয়নাগাঁটি থাকা সত্ত্বেও তারা কিন্তু কখনই সোনার গয়না পরে না। জলের বোতল থেকে চায়ের কাপ সবেতেই থাকে সোনার ছোঁয়া। কিন্তু গায়ে তাঁরা সোনার গয়না তোলেন না। এর পিছনেও রয়েছে এক বিশেষ কারণ।
আরও পড়ুন: প্রথম পর্বেই ম্যাজিক করল কোজাগরী! জল থই থই ভালোবাসার জমজমাট পর্ব দেখে মুগ্ধ দর্শক
যা আপাতত দৃষ্টিতে খুবই সাধারণ। ভারতের বিত্তশালী ব্যক্তিদের তালিকায় প্রথমেই রয়েছেন আম্বানিরা। তাই তাদের টাকা-পয়সা সম্পত্তি কোন কিছুরই অভাব নেই। কিন্তু এই পরিবারের মহিলারা গায়ে কখনও সোনা ছোঁয়ায় না। কারণ তাঁদের পছন্দের তালিকায় থাকে সোনার চেয়েও বেশি দামি গয়না। তালিকায় রয়েছে হীরে কিংবা প্ল্যাটিনামের গয়না। এই কারণেই আম্বানিদের ঘরে সোনা ওঠে না। তাই তাঁদের গয়নার বাক্সে সব ধরণের গয়না থাকলেও পাওয়া যাবে না সোনার গয়না।