• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর কখনও জীতুর সাথে সিঁদুরখেলা হবে না! একসাথে কাটানো পুজোর স্মৃতিতে ডুব নবনীতার

Published on:

Nabanita Das will celebrate her Durga Puja without Jeetu Kamal for the first time

কিছুদিন আগে পর্যন্তও বাংলা বিনোদন জগতের অন্যতম মিষ্টির জুটি বলে পরিচিত ছিলেন অভিনেতা জীতু কমল এবং তার স্ত্রী নবনীতা দাস (Jeetu Kamal & Nabanita Das)। কিন্তু আচমকাই ছন্দপতন, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে নবনীতা নিজেই জানিয়েছিলেন জীতু কমলের সাথে তাঁর বিচ্ছেদের খবর। দেখতে দেখতে বেশ অনেকদিন হয়ে গিয়েছে, এখন একে অপরের থেকে আলাদাই থাকেন এই প্রাক্তন জুটি।

কিন্তু মাথার ছাদ আলাদা হলেও পুরনো স্মৃতিগুলো মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে এই প্রাক্তন দম্পতির। যা দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও অনেক আশা করে বসে রয়েছেন সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবারও এক হবে জীতু আর নবনীতা। কিন্তু তা বোধহয় আর হওয়ার নয়। তাই স্বাভাবিকভাবেই অন্যান্য বারের পুজোর তুলনায় এবারের পুজোটা বেশ আলাদাই হবে জীতু নবনীতার।

Nabanita Das will celebrate her Durga Puja without Jeetu Kamal for the first time

প্রসঙ্গত নবনীতাকে এখন দেখা যাচ্ছে ‘বিয়ের ফুল’ সিরিয়ালে। এই সিরিয়ালের শুটিংয়ের মাঝেই সম্প্রতি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনে এপ্রসঙ্গে নবনীতা বলেছেন ‘এ বছরের দুর্গাপুজো তো অবশ্যই আগের বছরগুলোর চেয়ে অন্য রকম । প্রতি বছর সিঁদুর খেলতাম। একসঙ্গে অঞ্জলি দিতাম। এ বছর আর সে সব হবে না।’

আরও পড়ুন: প্রথম পর্বেই ম্যাজিক করল কোজাগরী! জল থই থই ভালোবাসার জমজমাট পর্ব দেখে মুগ্ধ দর্শক

তাই সম্ভবত পুরোনো স্মৃতি গুলো থেকে দূরে থাকতেই এবছর পুজোয়  অভিনেত্রীর ইচ্ছা এই শহর থেকে দূরে যাবেন তিনি। নবনীতার কথায় ‘ভেবেছিলাম ছ’মাসের জন্য যখন ভিসা আছে তা হলে আর এক বার লন্ডন যাব। কিন্তু মনে হচ্ছে এক সপ্তাহের বেশি ছুটি পাব না। তাই হয়তো বিদেশে যাওয়া হবে না। তবে অষ্টমী থেকে যদি একটু ছুটি পাই দেশেই কোথাও একটা ঘুরে আসব।’

আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার! মেঘের ওপর প্রতিশোধ নিতে পরীক্ষার নম্বর কমিয়ে দিল নীল, ফাঁস আগাম পর্ব

Nabanita Das, Nabanita Das fulsojja

আসলে জীতু নবনীতা দুজনেই একই পেশার সাথে যুক্ত থাকায় তাঁদের দুজনের বন্ধুবান্ধব একই। অভিনেত্রীর কথায়, ‘আসলে আগে বন্ধুবান্ধবদের বাড়ি চলে যেতাম। অনেকেই রয়েছেন যাঁরা আমার আর জীতুর দু’জনেরই বন্ধু। সুতরাং সেখানে এখন যাওয়াটা একটু অস্বস্তিকর।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥