• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘ-ময়ূরীর থেকেও বেশি সুন্দরী! পর্দার নীলের বাস্তবের স্ত্রীকে চেনেন?

Published on:

Unknown facts about Iccheputul serial hero Neel's real life wife

Mainak Banerjee Wife : এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)।  এই সিরিয়ালের নায়ক সৌরনীলের (Souraneel) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মৈনাক ব্যানার্জি (Mainak Banerjee)। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন নীল মন থেকে সন্দেহপ্রবণ হলেও সে শুরু থেকেই ভালোবেসে এসেছে একমাত্র মেঘকে (Megh)। আর নীলের এই সন্দেহের কারণেই এবার বোধ হয় চিরকালের জন্য পথ আলাদা হয়ে যাবে তাঁদের।

অন্যদিকে এই সিরিয়ালের নীলের জন্য শুরু থেকেই পাগল মেঘের  দিদি ময়ূরী। তাই সিরিয়ালে নীলের দুজন নায়িকা হলেও বাস্তবে কিন্তু মৈনাকের নায়িকা একজনই। ইতিমধ্যেই নিজের বাস্তব জীবনের সেই নায়িকার সাথেই অভিনেতা কাটিয়ে ফেলেছেন এক বছরের দাম্পত্য জীবন। গত বছর অর্থাৎ ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারিতেই দীর্ঘদিনের প্রেমিকা ঐশ্বর্য চৌধুরী (Ashwarya Chowdhury)-র সাথে গাঁটছাড়া বেঁধেছিলেন মৈনক।

Ichcheputul serial upcoming episode reveal

তবে অভিনেতার স্ত্রী ঐশ্বর্য কিন্তু অভিনেত্রী নন  বিনোদন জগতের সাথেও যুক্ত নন তিনি। পেশাগতভাবে মৈনাকের স্ত্রী ঐশ্বর্য এক নামী কোম্পানির গাড়ির ডিজাইনার। তাই মুম্বাইতেই থাকেন তিনি। সেখানে থেকেই লং ডিসটেন্স রেলেশনশিপের মতই  লং ডিসটেন্স বিয়েও মেইনান্টেন করছেন তাঁরা দুজনে। আর মাঝেমধ্যেই তাদের যাতায়াতও লেগেই থাকে।

আরও পড়ুনঃ নীলকে পটিয়ে বিয়ের পিঁড়ি অবধি পৌঁছেই গেল ময়ূরী! মেঘকে কি পারবে শেষ রক্ষা করতে?

ঐশ্বর্যেকে ভালোবেসেই বিয়ে করেছেন মৈনাক। কিভাবে শুরু হয়েছিল এই প্রেমের কাহিনী? জানা যায় বছর কয়েক আগে কলকাতায় এসেছিলেন দুর্গাপুজোয়। তখনই  নাকি প্রথম দেখা হয়েছিল তাঁদের। এরপর সম্পর্কের সূত্রপাত বন্ধুত্ব দিয়েই। আসলে গাড়ির প্রতি বেজায় আগ্রহ মৈনাকের। তাই বলা যায় তাঁদের প্রেমে অনুঘটক হিসাবে কাজ করেছিল এই গাড়ি।

আরও পড়ুনঃ যেমন গুণী তেমনি সুন্দরী! টলিউড কাঁপানোর জন্য তৈরির অষ্টাদশী যীশু সেনগুপ্তর মেয়ে, রইল ছবি

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Iccheputul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,সৌরানীল,Souraneel,মৈনাক ব্যানার্জী,Mainak Banerjee,আসল স্ত্রী,Real Wife,ঐশ্বর্য চৌধুরী,Ashwarya Chowdhury

প্রথম থেকেই তাই গাড়ি  নিয়েই চলত কথাবার্তা, তারপর আচমকাই তাঁরা দুজনেই সম্মিলিতভাবে একে অপরের সাথে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।তবে বিয়ের পর বউ অন্য শহরে থাকলেও তাঁদের মধ্যে কিন্তু প্রেমের কমতি নেই ছিঁটেফোঁটাও। তাছাড়া মৈনাকও মনে করেন দূরত্ব প্রেম আরও গাঢ় করবে। মিষ্টি এই দম্পতির সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলেই দেখা যায় রোম্যান্সে ভরপুর তাঁদের একগুচ্ছ ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥