• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীলকে পটিয়ে বিয়ের পিঁড়ি অবধি পৌঁছেই গেল ময়ূরী! মেঘকে কি পারবে শেষ রক্ষা করতে?

Published on:

Iccheputul serial Neel threats Megh that he will marry with Mayuri soon

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে না পারলেও ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিরিয়ালটি। শুরু থেকেই এই ধারাবাহিকের মূল আকর্ষণ দুই বোন মেঘ এবং ময়ূরী (Megh-Mayuri)। দর্শকরা জানেন ছোট থেকেই ময়ূরী খুবই অসুস্থ। আর তাঁকে ছোটবেলা থেকেই নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে  রেখেছে মেঘ।

দিদিকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখার জন্যই জন্ম হয়েছে মেঘের। ছোট থেকেই  মেঘকে এটাই বুঝিয়েছে তার মা। নিজের বাড়িতেই মেঘের নিজের বলতে একমাত্র তাঁর বাপিই আছে।ছোট থেকেই ময়ূরী নিজের শরীর খারাপের সুযোগ নিয়েই বারবার মেঘকে বিপদে ফেলে। ছোট থেকেই ময়ূরী মেঘের সমস্ত জিনিস কেড়ে নিয়ে তাকে নানা ভাবে অপদস্ত করে এক ‘পাশবিক’ আনন্দ পায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,ময়ূরী,Mayuri,মেঘ,Megh,সৌরনীল,Souraneel,বিয়ে,Marriage,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcoming Episode

বড় দিদি হয়েও মেঘের ভালো একেবারেই দেখতে পায় না ময়ূরী। তাই নিজের হাতেই সে লাগাতার সর্বনাশ করেই চলেছে মেঘের। এমনকি ময়ূরীর চক্রান্তেই এখন একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে মেঘ-নীলের সম্পর্ক। এখন শুধু খাতায় কলমে তাঁদের ডিভোর্স হওয়ার অপেক্ষা। লাগাতার ময়ূরীর বলা মিথ্যে কথা শুনেই এখন মেঘকে  ডিভোর্স দিতে চলেছে নীল।  এমনকি অকারণে এখন সবাই মেঘের চরিত্র নিয়েও কু-কথা বলছে।

আরও পড়ুনঃ বাবুউউ’র সাথে ধ্যাষ্টামো! ইশাকে ‘বেহায়া’ বানিয়ে উচিত শিক্ষা দিল পর্ণা, ফাঁস দমফাটা হাসির পর্ব

গুরুজীর শিষ্য জিষ্ণুকে মেঘের প্রেমিক ভেবে অকারণ সন্দেহ করে নিজেই উত্তেজিত হয়ে পড়ছে নীল। তাই গত পর্বেই দেখা গিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া মেঘ বুদ্ধি খাটিয়ে ময়ূরীকে দিয়ে সমস্ত সত্যি স্বীকার করিয়ে নিয়েছিল। কিন্তু একটু সুস্থ হতেই ড্যামেজ কন্ট্রোল করতে নেমে পড়েছে ময়ূরী। তাই গাঙ্গুলি বাড়ি এসে এখন সে আবার চোখের জল ফেলে নাটক করে সবাইকে বোঝাচ্ছে সেদিন প্রাণে বাঁচতেই মেঘের বলা ওই কথাগুলো সে বলতে বাধ্য হয়েছিল।

আরও পড়ুনঃ মা-বাবাকে বাঁচাতে সোনা-রুপাই যথেষ্ট! টিভির আগেই ফাঁস কিডনাপারদের পুলিশে দেওয়ার দুর্ধর্ষ পর্ব

https://youtu.be/wT1XyJNwzTc?si=qcvMpV2PKDH53s8W

কিন্তু আসলে নাকি ওইদিন তার বলা একটা কথাও সত্যি ছিল না। এই কথা শুনে স্পাইনলেস নীল আবার ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে ময়ূরীর কথাতেই বিশ্বাস করছে। এবং আবার মেঘকেই অপমান করছে যাচ্ছে তাই ভাবে। এমনকি সে মেঘকে  সরাসরি জানিয়ে দিয়েছে সে এবার ময়ূরীকেই বিয়ে করবে। এখন দেখার ময়ূরীর মগজ ধোলাইয়ে বিশ্বাস করে নীল সত্যিই এবার ময়ূরীকে বিয়ে করে নাকি আগামী পর্বে অপেক্ষা করছে নতুন কোন চমক?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥