• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একদশক পেরিয়েও সবার প্রিয়! টেলিভিশনের এই ১৩ চরিত্ররা চিরকাল থেকে যাবে দর্শক হৃদয়ে

Published on:

Unforgettable TV characters who will stay with us forever

বাংলা হোক বা হিন্দি, সিরিয়াল (TV Serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। এমন অনেক মানুষ আছেন যাদের কাছে বিনোদন মানেই বিভিন্ন ধারাবাহিক। তাই স্বাভাবিকভাবেই কোনও সিরিয়াল শেষ হয়ে গেলে মন খারাপ হয়ে যায় তাঁদের। সেই সঙ্গেই সিরিয়াল শেষের পরেও মনে গেঁথে থাকে বেশ কিছু চরিত্র (Unforgettable TV Characters)। আজকের প্রতিবেদনে টেলি দুনিয়ার এমনই ১৩ চরিত্রের নাম তুলে ধরা হল, যা দেখার পর আপনি হয়ে উঠতে পারেন নস্ট্যালজিক।

রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah)- আইকনিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের মনীষার শাশুড়িকে নিশ্চয়ই মনে আছে? এই চরিত্রে অভিনয় করে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন রত্না পাঠক শাহ। আজও এই সিরিয়ালের কথা উঠলে রত্নাকে ভীষণ মিস করেন দর্শকরা।

Ratna Pathak Shah

দিশা ভাকানি (Disha Vakani)- ‘তারক মেহতা কা উল্টা চশমা’র দয়াবেন ওরফে দিশা ভাকানির নামও রয়েছে তালিকায়। সিরিয়ালের প্রাণ ভোমরা বলা হতো তাঁকে। ‘তারক মেহতা…’র এত জনপ্রিয়তার পিছনে দিশার অবদান প্রচুর।

আরও পড়ুনঃ স্ত্রী না থাকলে বাঁচতাম না! অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কুশল চক্রবর্তী

Disha Vakani as Dayaben

আরও পড়ুনঃ সিরিয়াল ছেড়ে রাজনীতি? কার্নিভালে দিদির পাশে অনুরাগের ছোঁয়া’র সূর্যকে দেখে জল্পনা নেটপাড়ায়

ফরিদা জালাল (Farida Jalal)- ‘শারারাত’ সিরিয়ালে জিয়ার দিদিমার চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল। মূলত সিনেদুনিয়ার মানুষ হলেও ধারাবাহিকেও ব্যাপক সফল হয়েছিলেন তিনি।

Farida Jalal in Shararat

শিবাজি সতম (Shivaji Satam)- ‘সিআইডি’র এসিপি প্রদ্যুম্নের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন শিবাজি। আজও অনেকে তাঁকে এসিপি নামেই মনে রেখেছেন। অভিনেতার কথা উঠলেই নস্ট্যালজিক হয়ে পড়েন ‘সিআইডি’ প্রেমীরা।

ACP Pradyuman, Shivaji Satam

স্মৃতি ইরানি (Smriti Irani)- ‘কিউ কি সাস ভি কভি বহু থি’র তুলসীকে আশা করি মনে আছে? এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মৃতি ইয়ারানি। তুলসী চরিত্রটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে সেই সময় প্রত্যেক শাশুড়ি তার বৌমা চাইতেন।

Smriti Irani as Tulsi

রাজীব মেহতা (Rajeev Mehta)- টেলিভিশনের আইকনিক চরিত্রের প্রসঙ্গ উঠবে আর ‘খিচড়ি’র প্রফুলের নাম থাকবে না তা কি হয়? এখনও দর্শকদের মুখে তাঁর ‘হাংসা ম্যায় হু না’ সংলাপটি শোনা যায়।

Rajeev Mehta in Khichdi

মুকেশ খান্না (Mukesh Khanna)- নব্বইয়ের দশকের প্রত্যেকটি ছেলে-মেয়ের ইমোশন হল শক্তিমান। এই চরিত্রে তাকলাগানো অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা মুকেশ খান্না।

Shaktimaan, Mukesh Khanna

ঝনক শুক্লা (Jhanak Shukla)- ‘করিশ্মা কা করিশ্মা’র সেই মিষ্টি রোবটকে মনে আছে নিশ্চয়ই? সেই চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী ঝনক শুক্লা। এখন যদিও তাঁকে অভিনয় জগতে সেভাবে দেখা যায় না।

Jhanak Shukla in Karishma Ka Karishma

উর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia)- ‘কসৌটি জিন্দগি কি’র কমলিকাকে ভোলা কি এত সহজ? উর্বশীর তুখোড় অভিনয়ে দর্শকদের চক্ষুশূল হয়ে উঠেছিল কমলিকা। আজও অনেকে তাঁকে ‘কমলিকা’ নামেই মনে রেখে দিয়েছেন অনেকে।

Urvashi Dholakia as Komolika

মোনা সিং (Mona Singh)- ‘জাসসি জ্যায়সি কোই নহি’ খ্যাত মোনার নামও এই তালিকায় রয়েছে। এই ধারাবাহিকের হাত ধরে হিন্দি টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছিলেন তিনি।

Mona Singh in Jassi Jaissi Koi Nahin

অভিকা গোর (Avika Gor)- আইকনিক ‘বালিকা বধূ’ ধারাবাহিকে ছোট্ট আনন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিকা গোর। এখন অবশ্য সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বলিউডেও কাজ করে ফেলেছেন অভিকা।

Avika Gor as Anandi

মৃণাল কুলকার্নি (Mrinal Kulkarni)- ‘সোনপরী’ ধারাবাহিকের সেই মিষ্টি পরীকে নিশ্চয়ই মনে আছে? ফ্রুটির জীবনে মা হয়ে এসেছিল সে। তার আগমনের সঙ্গেই ছোট্ট ফ্রুটির জীবন ভরে উঠেছিল আনন্দ-ভালোবাসায়।

Sonpari and Shanti, Mrinal Kulkarni and Mandira Bedi

মন্দিরা বেদী (Mandira Bedi)- নব্বইয়ের দশকে ‘শান্তি’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন মন্দিরা। সাংবাদিকের চরিত্রে মন্দিরার তুখোড় অভিনয় আজও মনে আছে অনেকের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥