পুজো মিটতেই শুক্রবার ধুমধাম করে রেড রোডে আয়োজিত হল বিশেষ কার্নিভাল (Duga Puja Carnival)। শহর কলকাতার প্রায় ১০১টি বায়োয়ারি পুজো কমিটি অংশগ্রহণ করেছিল এই শোভাযাত্রায়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই দেখা মিলল টলিউড এবং বাংলা টেলিভিশনের একাধিক খ্যাতনামা তারকাদের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব থেকে শুরু করে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) কার্নিভালে হাজির হয়েছিলেন প্রত্যেকে।
এমনিতে পুজো উপলক্ষ্যে চারদিন কোনও কাজ হয় না টলিপাড়ায় (Tollywood)। একাদশী থেকে ফের জোরকদমে শুরু হয়েছে শ্যুটিং। পুজোর রেশ কাটিয়ে কলকাতায় ফিরেছেন ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্যও। আর তিলোত্তমায় ফিরেই অভিনেতা যোগ দেন দুর্গাপুজো কার্নিভালে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ছবিও পোস্ট করেন তিনি।
গদ গদ ভাষায় দিব্যজ্যোতি লেখেন, ‘রেড রোডে আয়োজিত ‘দুর্গাপুজো কার্নিভাল ২০২৩’এ আমন্ত্রিত হয়ে আমি সত্যি আপ্লুত। আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় দিদি, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার উৎসাহ এবং ঐকান্তিক চেষ্টায় আজ বাঙালির দুর্গাপুজোও ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে বিশ্ব সমাদৃত। এই আনন্দমুখর সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি’।
পর্দার সূর্যর (Surjya) পাশাপাশি গতকাল আয়োজিত কার্নিভালে উপস্থিত ছিলেন টলিপাড়ার দুই সুপারস্টার প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এবং দেবও (Dev)। বক্স অফিসের টক্কর ভুলে পাশপাশি বসে থাকতে দেখা যাবে ‘প্রবীর’ এবং ‘বাঘা যতীন’কে। দু’জনেরই পরনে ছিল পাঞ্জাবি। এদিকে গোলাপি পাড় অফ হোয়াইট শাড়িতে হাজির ছিলেন টলি সুন্দরী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেড রোডে জমিয়ে পারফর্ম করতে দেখা যায় তাঁকে।
View this post on Instagram
টলিউডের পাশাপাশি গতকালের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকা। দিব্যজ্যোতি ছাড়াও জুন মালিয়া, নীল ভট্টাচার্য, তৃণা সাহার উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে প্রত্যেকে। স্বামী রেমোকে সঙ্গে নিয়ে কার্নিভালে যোগ দিয়েছিলেন নব বধূ মিষ্টি সিংও।