• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্ত্রী না থাকলে বাঁচতাম না! অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কুশল চক্রবর্তী

Updated on:

Tollywood actor Kushal Chakraborty on his career

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা হলেন কুশল চক্রবর্তী (Kushal Chakraborty)। ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা- সব মাধ্যমেই চুটিয়ে কাজ করেছেন তিনি। মাত্র ৬ বছর বয়সে কিংবদন্তি সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ‘সোনার কেল্লা’র (Sonar Kella) হাত ধরে ফিল্মি কেরিয়ার শুরু করেন এই অভিনেতা। ‘মুকুল’ চরিত্রে তাঁর অভিনয় আজও অনেক সিনেপ্রেমী মানুষের মনে আছে।

যদিও এরপর বেশ কয়েকবছর সিনেদুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন কুশল। চাকরি করে দিনযাপন করছিলেন তিনি। তবে সেখানে বেশিদিন মন না টেকায় ফের অভিনয় জগতে কামব্যাক করেন। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ অভিনয় জীবন নিয়ে মুখ খোলেন তিনি।

Kushal Chakraborty, Kushal Chakraborty on his career

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ অভিনেতা বলেন, সে সময় খুব বেশি সিনেমা হতো না। সেই জন্য স্রেফ সিনেমায় অভিনয় করে তারকাদের পেট চলতো না। সংসার চালাতে ধারাবাহিকে কাজ করতে হতো। তবে সেই সময় ধারাবাহিকে কাজ করে কোনও শিল্পীর জনপ্রিয়তা বৃদ্ধি পেলে তাঁকে আর সিনেমায় মুখ্য চরিত্রে কাস্ট করা হতো না।

আরও পড়ুনঃ জেল থেকে পালিয়ে সূর্যকে ‘আই লাভ ইউ’ বলতে হাজির মিশকা, মাথায় হাত দীপার! ফাঁস দুর্ধর্ষ পর্ব

ধারাবাহিকের জনপ্রিয় শিল্পীদের শুধুমাত্র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়া হতো। কুশলের তাই আক্ষেপ, এতখানি জনপ্রিয়তা লাভের পরেও সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করা হল না তাঁর। ধারাবাহিকে সাফল্য লাভই যেন কোথাও গিয়ে বড়পর্দায় সফল হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ালো!

আরও পড়ুনঃ বিগবসে গিয়ে তলানিতে সম্পর্ক! সত্যিই ছেদ পড়ল সুশান্তের এক্স অঙ্কিতা ও ভিকির সুখী দাম্পত্যে?

Kushal Chakraborty, Kushal Chakraborty in Kamala O Sreeman Prithviraj

অনেকেই হয়তো জানেন না, অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড় ছিলেন কুশল। একটা সময় সিনেমার ব্যাকস্টেজে প্রচুর কাজ করেছিলেন তিনি। এরপর অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নেন। পাশাপাশি পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক পাশ করেন কুশল। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক আইকনিক সিনেমা। ‘সোনার কেল্লা’, ‘সম্প্রদান’ থেকে শুরু করে ‘সমান্তরাল’, ‘কাকাবাবু হেরেই গেলেন’- বহু হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক না হলেও চরিত্রাভিনেতা হয়েই জিতেছেন দর্শকমন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥