• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আপনার অজান্তে স্মার্টফোনের ক্ষতি করছে স্ক্রিন গার্ড, বাতিল হবে ওয়ারেন্টিও! সতর্ক করল Xiaomi

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট থেকে বড় সবার হাতেই একটা স্মার্টফোন রয়েছে। আর ফোন কেনার পরেই আমরা সবার আগে যেটা করি সেটা হল স্ক্রিন গার্ড (Screen Guard) লাগানো। কিন্তু এবার স্ক্রিন গার্ডের ব্যবহার নিয়ে সতর্কতা জারি করল Redmi বা Xiaomi কোম্পানি। কারণ আপনি এক্সট্রা প্রটেকশন পাবেন ভাবলেও আদতে এটা ফোনের ক্ষতি করছে।

রেডমির মতে স্ক্রিন গার্ড বা প্রটেক্টর শুধু ডিসপ্লের জন্য ক্ষতিকারকই নয়, এতে ওয়ারেন্টি পেতেও সমস্যা হতে পারে। অর্থাৎ যদি কোনো কারণে আপনার স্মার্টফোনে সমস্যা হয় বা ডিসপ্লে জনিত কোনো কারণে সার্ভিস সেন্টারে যেতে হয় তখন ওয়ারেন্টি পেতে নাও পেতে পারেন ফোনে স্ক্রিন গার্ড ব্যবহারের জন্য!

   

Screen Protectors in Smart Phones

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা পোস্ট করেছে। যেখানে জানানো হয়েছে, মোবাইলের স্ক্রিনের সাথে ভালোভাবে আটকে যাওয়ার জন্য স্ক্রিন গার্ডের সাথে Liquid UV আঁঠার ব্যবহার করা হয়। বিশেষ করে কার্ভড ডিসপ্লের স্মার্টফোনগুলোতে বেশি এই ধরণের প্রটেক্টর ব্যবহৃত হয়। কিন্তু এগুলোর ব্যবহার এড়িয়ে চলাটাই শ্রেয়। এতে ভালো হওয়ার বদলে হিতে বিপরীত হতে পারে।

আরও পড়ুনঃ সত্যিই একবছর আনলিমিটেড 5G ডেটা সাথে ফ্রি কলিং! Airtel-কে একহাত নিয়ে ধামাকা প্ল্যান আনল Jio

রেডমির মতে, Liquid UV স্ক্রিন প্রটেক্টর স্মার্টফোনের ডিসপ্লের কর্মদক্ষতার ওপর প্রভাব ফেলতে পারে। এবং যদি সেটা হয়, সেক্ষেত্রে ওয়ারেন্টি পেতেও সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবহারকারীকে। শুধু তাই নয়, এই লিকুইড ইউভি যদি কোনোভাবে ফোনের ভিতরে চলে যায় তাহলে স্পিকার বা ব্যাটারির সমস্যা তৈরী করতে পারে। তাহলে প্রশ্ন হল স্মার্টফোনের স্ক্রিনকে সুরক্ষিত রাখার জন্য কি ব্যবহার করা যাবে? এর উত্তরও দিয়েছে শাওমি।

যেমনটা কোম্পানি বলছে, লিকুইড ইউভি ব্যবহার ফোনের জন্য ক্ষতিকারক। তাই সেটা বাদ দিয়ে Tempered Glass, নন টেম্পারড গ্লাস বা ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্ম ব্যবহার করা যেতেই পারে। এর জন্য ইউভি আঁঠার কোনো প্রয়োজন পড়ে না। এতে আপনার ফোন যেমন সুরক্ষিত থাকবে তেমনি ওয়ারেন্টির কোনো সমস্যাও হবে না।