• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮০০০ এরও কমে 16GB ব়্যাম, 50MP ক্যামেরার সাথে ফ্রি OTT! এই অফার মিস করলে আর পাবেন না

বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা স্মার্টফোন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের কাজ থেকে শুরু করে যোগাযোগ, বিনোদন এমনকি পড়াশোনার ক্ষেত্রেও স্মার্টফোন আবশ্যক হয়ে উঠেছে। তাছাড়া অনেকেই নিজেদের পুরনো ফোন থেকে আপগ্রেড করার জন্য কম বাজেটের মধ্যে একটা দুর্দান্ত ফোন খোঁজেন, যাতে সব ধরনের সুবিধা ন্যায্য দামে পাওয়া যায়। এবার এমনই একটি বাজার কাঁপানো স্মার্টফোন লঞ্চ করল টেকনো স্পার্ক (Techno Spark)

কিছুদিন আগেই লঞ্চ হয়েছে টেকনোস স্পার্ক 20C। স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৮৯৯৯ টাকা, তবে লঞ্চের অফার হিসাবে আরো অতিরিক্ত ১০০০ টাকা ছাড় দেওয়া হয়েছে যার ফলে বর্তমানে ফোনটির দাম মাত্র ৭৯৯৯ টাকা। জানলে অবাক হবেন ফোনটিতে মোট ১৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। তবে ১৬ জিবি পুরোটাই ফিজিক্যাল র‍্যাম নয় এর মধ্যে জিবি ফিজিক্যাল র‍্যাম ও বাকি আট জিবি ভার্চুয়াল র‍্যাম।

   

Techno Spark 20C Smartphone

Techno Spark 20 C এর স্পেসিফিকেশন ও ফিচার্স 

টেকনোর এই ফোনটিতে ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্ড। ফোনে হেভি টাস্ক ও গেমিংয়ের জন্য MediaTek Helio P35 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনের সাথে  আপনি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডে ৫০ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর সামনে রয়েছে ৮ মেগা পিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p ভিডিও রেকর্ড করা যাব 30fps এ।

আরও পড়ুনঃ আপনার অজান্তে স্মার্টফোনের ক্ষতি করছে স্ক্রিন গার্ড, বাতিল হবে ওয়ারেন্টিও! সতর্ক করল Xiaomi

Techno Spark 20C with amazing features

টেকনো স্পার্ক 20C এর সাথে 5000mah এর ব্যাটারি থাকছে যেটা সারাদিন ফোনটিকে ব্যবহারের জন্য যথেষ্ট। সাথে 18 ওয়াটার একটি ফাস্ট চার্জার থাকছে যেটা কম সময়েই ফোনটিকে চার্জ করতে সক্ষম। ডুয়াল সিম এই ফোনটিতে হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে ডুয়াল স্পিকারের মত ফিচার্স থাকছে। তবে বলে রাখা ভালো ফোনটিতে 5G সাপোর্ট নেই এটি একটি 4G ফোন।

তবে এখানেই শেষ নয়, দুর্দান্ত ফিচার্সের পাশাপাশি নতুন লঞ্চের জন্য আরও একটি আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে। এই মুহূর্তে ফোনটি যারা কিনবেন তারা প্রায় ৫৬০৪ টাকা মূল্যের অতীত কন্টেন্ট একেবারে ফ্রীতে পেয়ে যাবেন। আপনি যদি কম বাজেটে ফিচার্স ভরপুর একটি  স্মার্টফোন কিনতে চান তাহলে এই ফোনটি কেনার কথা ভাবতে পারেন।