• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিল্মি বিয়ের পর পাহাড়ের কোলে মধুচন্দ্রিমা! রইল উদয়-অনামিকার রোমান্টিক হানিমুনের অ্যালবাম

Published on:

Uday Pratap Singh and Anamika Chakraborty enjoying their honeymoon in hill station

Uday Pratap Singh Anamika Chakraborty Honeymoon Photos: কয়েকদিন আগেই চুপিসারে বিয়ের পর্ব সেরেছেন বাংলা টেলিভিশনের নামী জুটি উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। একদম ঘরোয়াভাবে আইনি বিয়ে সেরেছেন দু’জনে। সইসাবুদ করে পরিণয় (Wedding) সূত্রে আবদ্ধ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনুরাগীদের সুখবর দেন উদয়-অনামিকা।

‘এখানে আকাশ নীল’র হিয়া এবং ‘মিঠাই’ ধারাবাহিকের রাতুল যে প্রেম করছেন তা কারোরই অজানা ছিল না। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে ভালোবাসায় মোড়া আদুরে ছবি শেয়ার করতেন দু’জনে। গত কয়েক মাস ধরেই উদয়-অনামিকার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে উল্টোরথের দিন জীবনের নতুন ইনিংস শুরু করলেন দু’জনে।

Uday Pratap Singh Anamika Chakraborty, Uday Pratap Singh Anamika Chakraborty marriage, Uday Pratap Singh Anamika Chakraborty honeymoon

বিয়ের দিন বলিউড নায়িকাদের মতো হালকা রঙের পোশাকে সেজে উঠেছিলেন অনামিকা। স্ত্রীয়ের শাড়ির সঙ্গে মানানসই রঙের পাঞ্জাবি পড়েছিলেন ‘মিঠাই’র রাতুল। কাছের মানুষদের উপস্থিতিতে স্বামী-স্ত্রী হিসেবে পথচলা শুরু করেন তাঁরা।

ফিল্মি কায়দায় বিয়ে করার পর এবার পাহাড়ে (Hill Station) হানিমুনে (Honeymoon) গেলেন উদয় এবং অনামিকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী র বাহুলগ্না হয়ে একটি মিষ্টি ছবি শেয়ার করেন ‘এখানে আকাশ নীল’র হিয়া। ব্যাকগ্রাউন্ডের পাহাড় নজর এড়ায়নি নেটিজেনদের। পাশাপাশি নববধূ অনামিকার সাজও মুগ্ধ করেছে তাঁদের।

আরও পড়ুনঃ এখনকার বাংলা সিনেমায় কোনো তারকা নেই, সবাই বড় তড়কা! বিস্ফোরক বিপব চ্যাটার্জী

Uday Pratap Singh Anamika Chakraborty, Uday Pratap Singh Anamika Chakraborty honeymoon

উদয়ের নামের মেহেন্দি এখনও অনামিকার হাত থেকে ওঠেনি। পিচ রঙা শাড়ি, অভিনেত্রীর মাথায় জ্বলজ্বল করছে সিঁদুর। অপরদিকে ‘মিঠাই’ অভিনেতার পরনে সাদা রঙের পাঞ্জাবি। নবদম্পতির গলায় গাঁদা ফুলের মালা। ছবি শেয়ার করে অনামিকা ক্যাপশনে লিখেছেন, ‘আমি সবসময় ভেবেছি যেটা আমার সেটা আমার কাছে নিজে থেকেই আসবে। আর আজ আমি তোমার সঙ্গে পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি। এর চেয়ে বেশি আমি কীই বা চাইতে পারি। আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি দিয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ড। আশা করি, আমরা আমাদের বাকি জীবনটা সুখে, শান্তিতে কাটাতে পারবো’।

আরও পড়ুনঃ শাড়ি থেকে বিকিনি সবেতেই হিট! বোল্ড লুকে ইচ্ছেপুতুললের ‘মেঘ’র ছবি দেখে পাগলপারা দর্শকেরা


জানা গিয়েছে, আইনি বিয়ের পর আগামী বছর শেষের দিকে সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়তে পারবেন উদয় এবং অনামিকা। ধুমধাম করে গাঁটছড়া বাঁধবেন বাংলা টেলিভিশনের এই তারকা জুটি। আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥