• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি থেকে বিকিনি সবেতেই হিট! বোল্ড লুকে ইচ্ছেপুতুললের ‘মেঘ’র ছবি দেখে পাগলপারা দর্শকেরা

Published on:

Some unseen pictures of Ichcheputul fame Megh actress Titiksha Das

Iccheputul Serial ‘Megh’ Titiksha Das Viral Photos: ইদানিং বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichcheputul) সিরিয়ালের নায়িকা মেঘ (Megh) অভিনেত্রী তিতিক্ষা দাস (Titiksha Das)। জি বাংলার পর্দায় তিতিক্ষা নতুন মুখ হলেও ইতিপূর্বে কালার্স বাংলার দু’দুটি জনপ্রিয় সিরিয়ালে কিন্তু অভিনয় করে ফেলেছেন তিনি। যার মধ্যে অন্যতম ‘দত্ত অ্যান্ড বৌমা’, এছাড়া রয়েছে ‘জয় জগন্নাথ’-এর মতো সিরিয়াল।

তাই মেঘের চরিত্রে অভিনয়ের আগেই দর্শকমহলে তিতিক্ষার একটা ভালো রকম ফ্যান বেস ছিলই। সদ্য কুড়িতে পা দিয়েছেন এই অভিনেত্রী। আদতে তিনি দত্তপুকুরের মেয়ে। প্রায় সপ্তাহ তিনেক আগেই গিয়েছে অভিনেত্রীর জন্মদিন। প্রসঙ্গত পর্দার মেঘ যতটা মুখচোরা আর চুপচাপ বাস্তব জীবনে তিতিক্ষা কিন্তু অতটাও শান্তশিষ্ট নন। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত অ্যক্টিভ থাকেন এই অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichcheputul,মেঘ,Megh,তিতিক্ষা দাস,Titiksha Das,অদেখা ছবি,Unseen Picture

টেলিভিশনের পর্দায় মেঘকে সারাক্ষণ সালোয়ার কামিজ কিংবা শাড়িতে দেখা গেলেও বাস্তবে সব ধরনের পোশাকে কিন্তু সাবলীল তিতিক্ষা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ঢুঁ দিলেই তার প্রমাণ মেলে সহজেই। প্রসঙ্গত অভিনয়ে আসার আগে এক সময় চুটিয়ে মডেলিং করেছেন তিতিক্ষা। তাই মাঝেমধ্যেই  খোলামেলা ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে।

এখনও প্রায়ই  সোশ্যাল মিডিয়ার দেখা যায় তিতিক্ষার মডেলিং-এর ছবি। কখনও পিঠখোলা পোশাক তো কখনও স্লিভলেস সবেতেই দারুন হট পর্দার মেঘ। তবে একথা বলতেই হয় তিতিক্ষা বিকিনিতে যেমন বোল্ড তেমনি আবার শাড়িতেও দারুন মোহময়ী।

আরও পড়ুনঃ নায়িকা হয়েও নেই অহংকার! বয়য়স্কদের মুখে অন্ন তুলে দিয়েই জন্মদিন পালন ইধিকার

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichcheputul,মেঘ,Megh,তিতিক্ষা দাস,Titiksha Das,অদেখা ছবি,Unseen Picture

আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মেঘ অর্থাৎ তিতিক্ষার বেশ কিছু অদেখা ছবি। প্রসঙ্গত বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই নায়িকা মডেলিং ছাড়াও কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে।

আরও পড়ুনঃ ‘খড়িকে মিস করি না’! সোলাঙ্কির মন্তব্যে জুটল ‘অহংকারী’ তকমা, জবাবে ধুয়ে দিলেন অনুরাগীরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichcheputul,মেঘ,Megh,তিতিক্ষা দাস,Titiksha Das,অদেখা ছবি,Unseen Picture

এসবের পাশাপাশি তিতিক্ষার রয়েছে আরও একটি বিশেষ প্রতিভা। অভিনয় মডেলিংয়ের পাশাপাশি নাচেও দারুন পারদর্শী তিনি। কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তিতিক্ষা জানিয়েছিলেন তিনি নাকি বহুবার রচনা বন্দোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে নাচ করেছেন। তিতিক্ষার কথায় জানা যায় নাচের সূত্র ধরেই অভিনয়ের জগতে পা রেখেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥