• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এখনকার বাংলা সিনেমায় কোনো তারকা নেই, সবাই বড় তড়কা! বিস্ফোরক বিপব চ্যাটার্জী 

Published on:

Femous actor Biplab Chatterjee's explossive comment on Tollywood industry

BIplab Chatterjee on Bengali Cinema nowadays: বাংলা সিনেমার (Tollywood) আশির দশকের দাপুটে এক খলনায়ক (Villain) বিপ্লব চ্যাটার্জী (Biplab Chatterjee)। রুপোলি পর্দায় তাঁর তুখোর অভিনয় দেখে সিনেমাহলে হাততালি ফেটে পড়তেন দর্শক। তবে ইদানিং অভিনয় জগত থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন এই বর্ষিয়ান অভিনেতা। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে দূরে থাকলেও সামাজিক-রাজনৈতিক অথবা বিনোদন জগতের বিভিন্ন বিষয়ে নিজের মতামত দিতে দু’বার ভাবেন না এই অভিনেতা।

ইন্ডাস্ট্রিতে বরাবরই স্পষ্টবাদী হিসাবে বেশ সুনাম রয়েছে এই অভিনেতার। মাঝে মধ্যেই তিনি এমন বেফাঁস মন্তব্য করে বসেন যার জন্য সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো শোরগোল পড়ে যায়। ইতিপূর্বে বাংলা সিরিয়ালের জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীকে ‘গুলি করে মেরে ফেলার’ মতো বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়।

Biplab Chatterjee, Biplab Chatterjee in Apur Sansar, Biplab Chatterjee Pick pocket

এছাড়া কিছুদিন আগেও বাঙালির ফেলুদা অর্থাৎ অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে ‘হিপোক্রিট’ বলে মন্ত্যব্য করে বিপাকে পড়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। তাই বরাবরই স্পষ্টবাদী হিসাবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত তিনি। তাছাড়া একজন প্রবীণ অভিনেতা হিসাবে বর্তমান প্রজন্মের ইন্ডাস্ট্রির ওপর মাঝে মধ্যেই ক্ষোভ উগরে দিতে দেখা যায় এই অভিনেতাকে।

মাঝে একবার এই ইন্ডাস্ট্রি সম্পর্কেই বিল্পব চ্যাটার্জী বলেছিলেন এতদিন ইন্ডাস্ট্রিতে থেকেও এখানে নাকি তাঁর কোনো বন্ধু নেই। অভিনেতার কথায় ‘ইন্ডাস্ট্রিতে বন্ধুর থেকে নাকি শত্রু সংখ্যা বেশি’। সম্প্রতি তেমনই আজতাক বাংলার সাথে এক একান্ত সাক্ষাৎকারে বসেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সেখানে তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল এখনকার বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বাংলা ইন্ডাস্ট্রির তারকারা যান।

আরও পড়ুনঃ শুধুই নয় ‘রামায়ণ’, দর্শকদের বিচারে আজও সেরা দূরদর্শনে সম্প্রচারিত এই ৬ ধারাবাহিক

Biplab Chatterjee autobiography

আরও পড়ুনঃ একবছর শয্যাশায়ী হয়ে ফেলেছেন চোখের জল! অসুস্থতা কাটিয়ে পর্দায় ফিরছেন ‘ছোট মা’ অঞ্জনা

সেখানে তাঁকেও ডাকা  হলে তিনি যাবেন কিনা?  প্রশ্নের জবাবে অভিনেতা জানান প্রথমত সন্দেহ আছে তিনি আদৌ যাবেন কিনা তা নিয়ে। আর তাছাড়া তিনি মনে করেন এখনকার বাংলা ইন্ডাস্ট্রিতে নাকি ‘কেউই তারকা নন সবাই তড়কা’। বিপ্লব চ্যাটার্জির মতো একজন বর্ষিয়ান অভিনেতার কথায় এখনকার বাংলা ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের মধ্যে নাকি এমন কেউই নেই যাকে তারকা বলা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥