• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা কালীর চরিত্রে অসাধারণ অভিনয়, বারেবারে দর্শকদের মন জিতে নিয়েছেন এই ৪ অভিনেত্রী

Published on:

Tv actresses of bengali serial who plays Maa Kali's role on telivision

বাংলা সিরিয়ালে (Bengali Serial) বরাবরই রয়েছে ভক্তিমূলক বাংলা সিরিয়ালের চাহিদা। এই ধরনের ভক্তিমূলক সিরিয়ালগুলিতে মা কালী (Maa Kali) সেজে ইতিপূর্বে বহুবার দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন বহু জনপ্রিয় টেলি অভিনেত্রী। টেলিভিশনের পর্দার মা কালী  রূপে এই সমস্ত টেলি অভিনেত্রীদের দেখে দর্শকদেরও মাথা নত হয়ে আসে শ্রদ্ধায়। ‘গৌরী এলো’ সিরিয়ালে মা-কালী  চরিত্রের অভিনেত্রী তনুশ্রী হোক কিম্বা স্টার জলসা রামপ্রসাদ সিরিয়ালের মা কালী অভিনেত্রী পায়েল দে হোক। প্রত্যেকেই এই দেবী কালী সেজে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা।

তনুশ্রী ভট্টাচার্য বসু (Tanushree Bhattacharya Bose): বাংলা টেলিভিশনের জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন তনুশ্রী ভট্টাচার্য বসু। জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে মা কালী হয়েই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তনুশ্রী। বর্তমানে তাকে জি বাংলার গৌরী  এলো সিরিয়ালেও মা ঘোমটা কালে চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সিরিয়ালের নায়িকা গৌরী আর তার মেয়ে তারার সামনে হামেশাই নানা রূপে হাজির হতে দেখা যায় তাঁকে।

Tv actresses of bengali serial who plays Maa Kali's role on telivision

নবনীতা দাস (Nabanita Das): এরপরেই এই তালিকায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী নবনীতা দাস। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল ‘মহাপীঠ তারাপীঠ’। এই ধারাবাহিকে বামাখ্যাপার মা তারা’র চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস।

আরও পড়ুনঃ যেমন গুণী তেমনি সুন্দরী! টলিউড কাঁপানোর জন্য তৈরির অষ্টাদশী যীশু সেনগুপ্তর মেয়ে, রইল ছবি

Tv actresses of bengali serial who plays Maa Kali's role on telivision

আরও পড়ুনঃ জামাইবাবুর দিকে কুনজর দিয়ে জুটেছে গালমন্দ! রইল বাংলা সিরিয়ালের ৫ ‘বেহায়া’ বোনের তালিকা

পায়েল দে (Payel De): বর্তমানে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত একটি ভক্তিমূলক বাংলা সিরিয়াল হল ‘রামপ্রসাদ’। এই ধারাবাহিকে মা কালী চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। বহুদিন পর এই সিরিয়ালের হাত ধরে দেবী রূপে কাম ব্যাক করেছেন পায়েল।

Tv actresses of bengali serial who plays Maa Kali's role on telivision

মধুবনী গোস্বামী (Madhubani Goswami): সদ্য সান বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন বাংলা সিরিয়াল ‘শ্যামা’।  এই ধারাবাহিকে অভিনেত্রী মধুবনী গোস্বামী মা কালী সেজে বহুদিন পর কামব্যাক করেছেন টেলিভিশনের পর্দায়। ছেলে কেশব হওয়ার পর থেকে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরেই ছিলেন মধুবনী।

Tv actresses of bengali serial who plays Maa Kali's role on telivision

নতুন সিরিয়ালে মা কালী রূপে কামব্যাক করে দারুন প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥