• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সবাই প্রার্থনা করো প্লিজ! দুর্ঘটনায় জখম রুবেলের জন্য আর্জি জানালেন প্রেমিকা শ্বেতা

Published on:

Tv actress Sweta Bhattacharya worried about her boyfriend Rubel Das

Neem Phuler Madhu Srijan actor Rubel Das Injured during Shooting: একদিন আগেও সব ঠিক ছিল। প্রেমিকা, শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattcharya) সাথে লং ড্রাইভে বেরিয়েছিলেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। কিন্তু এরই মাঝে ঘটে এক দুর্ঘটনার মুখে পড়েছেন ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের ‘বাবু’ অর্থাৎ সৃজন অভিনেতা রুবেল। সম্প্রতি সিরিয়ালের চিত্রনাট্যের প্রয়োজনে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং (Action Scene Shooting) করছিলেন তিনি।

সে সময় বাস থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। সেই দৃশ্য করতে গিয়েই বাসের উপর থেকে লাফ দেওয়ার সময় আচমকাই পড়ে যান রুবেল। আসলে এদিন রুবেল যে জায়গায় লাফ দিয়েছিলেন সেই জায়গাটা এবড়োখেবড়ো ছিল। সেখানেই পরে গিয়ে দুই পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন রুবেল। অভিনেতার অসুস্থতার কথা সবার প্রথমে সোশ্যাল মিডিয়া জানিয়েছিলেন তার প্রেমিকা তথা ‘যমুনা ঢাকি’ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

This is how Bengali Serial actor Rubel Das and Sweta Bhattacharya love story started

সোশ্যাল মিডিয়ার পাতায় রুবেলের দুটি ছবি দিয়ে অভিনেত্রী এদিন  লিখেছেন ‘দ্রুত সেরে উঠো আমার চ্যাম্প। তুমি সাহসী ছেলে, আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভালো তাই তোমার সাথে কোনও খারাপ হতে পারে না। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। লাভ ইউ বাবাই। আমি সবসময় তোমার সঙ্গে আছি’।

অন্যদিকে রুবেলের অসুস্থতা প্রসঙ্গে এই সময় ডিজিটাল অভিনেত্রী জানিয়েছেন ‘আপতত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক, প্রয়োজনে অস্ত্রোপচার করাতে হবে। ও তো ভীষণ ভালো নাচে, আমরা তাই সবাই খুব উদ্বিগ্ন। অপারেশনটা যাতে না করাতে হয়, সেটাই বাড়ির সকলে চাইছে’।

আরও পড়ুনঃ একাধিক বিয়েতে হার মানিয়েছেন শ্রাবন্তীকেও, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি বিয়ে করা নায়িকা কে জানেন?

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,জী বাংলা,Zee Bangla,সৃজন,Srijon,রুবেল দাস,Rubel Das,পায়ের চোট,Leg Injury,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,প্রার্থনা,Prayers,সোশ্যাল মিডিয়া,Social Media,শুটিং,Shooting,দুর্ঘটনা,Accident

প্রসঙ্গত এই মুহূর্তে রুবেল অভিনীত ‘নীম ফুলের মধু’ টি আর পি তালিকায় সেরা চারে রয়েছে। তাই এই সময় সিরিয়ালের প্রধান নায়ক টানা দেড় মাস বিশ্রামে থাকলে নায়ক ছাড়া এই সিরিয়ালের গল্প এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু দারুন চ্যালেঞ্জের হবে নির্মাতাদের কাছে। তবে এদিন শ্বেতা জানিয়েছেন এখন রুবেলের পায়ের অবস্থা এতটাই খারাপ যে বাথরুমে যাওয়ার জন্যও উঠে দাঁড়াতে পারছেন না তিনি।

আরও পড়ুনঃ দীপাকে ফাঁসাতে গিয়ে এবার বিয়ের পিঁড়িতে মিশকা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’য় ধামাকা টুইস্ট

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,জী বাংলা,Zee Bangla,সৃজন,Srijon,রুবেল দাস,Rubel Das,পায়ের চোট,Leg Injury,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,প্রার্থনা,Prayers,সোশ্যাল মিডিয়া,Social Media,শুটিং,Shooting,দুর্ঘটনা,Accident

তাই এই মুহূর্তে শুটিংয়ে যাওয়া রুবেলের পক্ষে খুবই কঠিন। তাই যদি তাঁর বাড়িতে এসে শুটিং করা হয় তবেই একমাত্র  কাজ করতে পারবেন রুবেল। এদিন সকলের কাছে শ্বেতার আর্তি, ‘আপনারা সবাই প্রার্থনা করুন, যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥