• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপাকে ফাঁসাতে গিয়ে এবার বিয়ের পিঁড়িতে মিশকা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’য় ধামাকা টুইস্ট

Published on:

Star Jalsha Anurager Chowa Deepa gives Mishka Right reply latest update

Anurager Chowa Latest Episode Deepa-Mishka: স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রত্যেক এপিসোড এখন দারুণ জমজমাট হচ্ছে। সূর্য (Surja) ও দীপার (Deepa) সিরিয়ালে রোজ জব্বর টুইস্ট আসছে। সেসব দেখে দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায় হয়ে পড়েছে। তবে টুইস্টের শেষ এখানেই নয়। ধারাবাহিকের আসন্ন পর্বে আরও অনেক চমক আসছে দর্শকদের জন্য।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মেয়েদের মুখের দিকে তাকিয়ে আবার সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে দীপা। তবে এবার সেই নিজের জায়গা ছাড়তে নারাজ। কারণ দীপা বুঝে গিয়েছে, সূর্য এমনিতে যতই রাগ দেখাক না কেন, এখনও সে তাঁকে প্রচণ্ড ভালোবাসে। আর এই কারণে কুটনি মিশকাকে (Mishka) সূর্যর জীবন থেকে তাড়ানোর প্ল্যান করেছে সে।

Anurager Chhowa, Anurager Chhowa Sengupta family

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, সোনার মনের উদ্বিগ্নতা দূর করার জন্য বাড়িতে একটা পুজোর আয়োজন করেছে লাবণ্য। সেই পুজোয় মিশকাকে নিমন্ত্রণ করা হলে দীপা একটা প্ল্যান বার করে যাতে সে সূর্যর কাছাকাছি আসতে না পারে। দীপার এই প্ল্যানে সেনগুপ্ত বাড়ির সকলে তাঁর সঙ্গে হাত মেলায়।

বুদ্ধি খাটিয়ে মিশকার বিয়ের জন্য একটি বিজ্ঞাপন দেয় দীপা। এরপর মিশকার ফোনে একের পর এক পাত্রদের ফোন ঢুকতে থাকে। শুধু তাই নয়, বাড়ির সামনে ছেলেদের লম্বা লাইনও পড়ে যায়। শেষমেশ বিরক্ত হয়ে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় মিশকা। সূর্যকে সে ফোন করলে সেনগুপ্ত বাড়ির সবাই মিলে সূর্যকে আটকে দেয়, যে কারণে বাধ্য হয়ে পুলিশের কাছে একাই যায় মিশকা।

আরও পড়ুনঃ মেঘকে তাড়িয়ে নীলকে বিয়ের স্বপ্ন দেখছে ময়ূরী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছেপুতুল’র আসন্ন ট্র্যাক

Anurager Chhowa, Anurager Chhowa Mishka and Pratik

জানা যায়, যে আইপি অ্যাড্রেস থেকে মিশকার বিয়ের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটা আসলে সূর্যর কাকা প্রতীকের। স্বাভাবিকভাবেই তাই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। সেনগুপ্ত বাড়ির সকলে সেটা দেখে ভয় পেয়ে যায়। কিন্তু প্রতীক নিজের কৃতকর্মের কথা স্বীকার করে নেয়। এই দৃশ্য দেখে মিশকা ভাবে এবার সবাইকে জব্দ করা যাবে।

আরও পড়ুনঃ অভিনয়ের পাশাপাশি রয়েছে আরও ট্যালেন্ট! নিজেই সুপ্ত প্রতিভার কথা জানালেন ‘গুড্ডি’র অনুজ অভিনেতা

তখনই প্রতীক বলে ওঠে, ‘ওই মেয়েটি আমায় কী বলে ডাকলো শুনলেন? কাকাই বলে ডাকলো। ও আমার মেয়ের মতো। আমি তো ওঁর ভালো চাইবই। ওঁর ভালো চেয়েই আমি এসব করেছি’। প্রতীকের কথা শুনে একেবারে গলে যায় পুলিশ। সে বলে, তাঁরও ভাইঝি আছে। তাঁদের বাবার মৃত্যুর পর ভাইঝিদের বিয়ে তিনিই দিয়েছেন।

এরপর মিশকার প্ল্যান বানচাল করে হাসতে হাসতে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায় প্রতীক। ধারাবাহিকের এই দৃশ্য দেখে প্রচণ্ড মজা পেয়েছেন দর্শকরা। দীপা যেভাবে মিশকাকে জব্দ করলো তা দেখে খুশি হয়েছে প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥