• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কাঞ্চনদা সামলায় কিভাবে!’ বিকিনি লুকে সুপারহট শ্রীময়ী, ভাইরাল ছবিতে অবাক নেটপাড়া

Published on:

Sreemoyee Chattoraj brutally trolled on social media after she shares her bikini look

Sreemoyee Chattaraj in thailand shares Bold Bikini Pohotos: গ্ল্যামার ওয়ার্ল্ড-এর নায়িকাদের বিকিনি পরার বিষয়টি নতুন নয় একেবারেই। এবার তেমনই শাড়ি গয়না ছেড়ে বিকিনি পড়ে সোশ্যাল মিডিয়া উষ্ণতা ছড়ালেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithwiraj) সিরিয়ালের সুধাময়ী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। প্রসঙ্গত  বাংলা সিরিয়ালের (Bengali Serial) পরিচিত মুখ শ্রীময়ীকে বরাবরই খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

সম্প্রতি সিরিয়ালের শুটিং থেকে বিরতি নিয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন এই অভিনেত্রী। সমুদ্রপাড়ে ফুকেতের মনোরম পরিবেশে ক্রসেটের রঙিন বিকিনি পরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা ছবি শেয়ার করে ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন ‘মনে রাখবেন, ঘুরতে যাওয়াই আনন্দ, গন্তব্য নয়’। তবে শাড়ি গয়না ছেড়ে বিকিনিতে প্রথমবার শ্রীময়ীকে দেখে রীতিমত চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

টলিউড,Tollywood,কাঞ্চন মল্লিক,Kanchan Mallick,বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্রীময়ী চট্টরাজ,Sreemoyee Chattoraj,সুধাময়ী,Sudhamoyi,বিকিনি লুক,Bikini Look,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

অভিনেত্রীর বোল্ড লুকের এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন ‘টলিপাড়া পুরো গরম হয়ে যাবে এই ছবি দেখলে’, আবার কেউ লিখেছেন ‘আমি তো প্রথমে চিনতেই পারিনি। সুপার হট লাগছে। অভিনেত্রীর এই ছবি দেখে অনেকেই টেনে এনেছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রসঙ্গও।

তাই কাঞ্চন মল্লিকের নাম নিয়ে কেউ লিখেছেন ‘কাঞ্চনদা কোথায়! একসঙ্গে দুজনে ক্যামেরাবন্দি হলে আরও ভালো লাগতো।’ তো কেউ আবার জানতে চেয়েছেন ‘কাঞ্চন দা তুলে দিলো ছবি টা? আবার আরেকজনের কৌতুহলী প্রশ্ন , ‘কাঞ্চনদা আপনাকে সামলায় কীভাবে!’ আবার কেউ অভিনেত্রীর চেহারা নিয়ে কটাক্ষ করে লিখেছেন ‘হাতি আবার বিকিনি পরেছে!’

আরও পড়ুনঃ কেন দেবের মতো রাজনীতিতে এলেন না? সোজাসাপটা জবাবে মন জিতে নিলেন সুপারস্টার জিৎ

টলিউড,Tollywood,কাঞ্চন মল্লিক,Kanchan Mallick,বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্রীময়ী চট্টরাজ,Sreemoyee Chattoraj,সুধাময়ী,Sudhamoyi,বিকিনি লুক,Bikini Look,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

আরও পড়ুনঃ ‘কিছু না পারলেও কষিয়ে চড় মারতে পারি’! সূর্যর সামনেই মিশকাকে উচিত শিক্ষা দিল ঊর্মি

এছাড়াও এদিন নিজের ভ্যাকেশন মুডের আরও বেশ কিছু ছবি ইন্সটা স্টোরিতেও দিয়েছেন শ্রীময়ী। সেইসাথে শেয়ার করেছেন জলকেলি করার ভিডিও। সবমিলিয়ে এদিন ছোটপর্দার কমলা আর পৃথ্বীরাজের সুধাময়ী পিসির মোহময়ী বিকিনি লুক দেখে একেবারে উত্তাল সোশ্যাল মিডিয়া।

প্রসঙ্গত, ২০২১ সালে কাঞ্চন মল্লিকের দাম্পত্যে সমস্যার কথা প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে শ্রীময়ীর সাথে অভিনেতার ঘনিষ্ঠতাই নাকি সমস্যার কারণ। যদিও কাঞ্চন মালিককে নিজের ‘মেন্টর’ হিসাবেই পরিচয় দিতে পছন্দ করেন অভিনেত্রী। এমনকি শিক্ষক দিবসেও শুভেচ্ছা জানিয়েছিলেন তাকে ট্যাগ করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥