• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কিছু না পারলেও কষিয়ে চড় মারতে পারি’! সূর্যর সামনেই মিশকাকে উচিত শিক্ষা দিল ঊর্মি

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Urmi gave tight to Mishka

Anurager Chowa Urmi warns Mishka to Slap: স্টার জলসার (Star Jalsha) টপার সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। রোজ কাহিনীতে এমন এক একটি মোড় আসছে যাতে দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায় হয়ে পড়ছে। সিরিয়ালের সাম্প্রতিক পর্বে যেমন সবার সামনে মিশকাকে (Mishka) জব্বর টাইট দিয়েছে ঊর্মি (Urmi)। আর তা দেখে প্রচণ্ড খুশি হয়েছেন দর্শকরা।

কুটনি মিশকার ষড়যন্ত্রের জন্য সূর্য (Surjya)-দীপা (Deepa) আলাদা থাকে। বাবা-মায়ের ঝামেলার মধ্যে কষ্ট পাচ্ছে ছোট্ট সোনা-রূপা। ‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, হাসপাতালে ভর্তি ছোট্ট সোনা। স্বাভাবিকভাবেই পুরো সেনগুপ্ত পরিবারের মাথায় বাজ পড়েছে। সোনাকে নিয়ে এখন চিন্তায় রয়েছে সকলে।

Anurager Chhowa, Anurager Chhowa Sona hospitalized

অপরদিকে মা হওয়ার পরেই খলনায়িকা থেকে ভালো মেয়ে গিয়েছে ঊর্মি। এতদিন যে দীপাকে দু’চোখে দেখতে পারতো না, সে এখন দিদি অন্ত প্রাণ। শুধু তাই নয়, দীপার লড়াইয়ে এখন ঊর্মিও তাঁর পাশে দাঁড়িয়েছে। আর এবার দিদির হয়েই মিশকার মুখে সবার সামনে ঝামা ঘষে দিল সে।

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, সোনাকে নিয়ে হাসপাতালে ছুটেছে লাবণ্য, ঊর্মি, সূর্য সহ সেনগুপ্ত পরিবারের একাধিক সদস্য। সেখানে গিয়ে হাজির হয় মিশকা। শুধু হাজির হওয়াই অবশ্য নয়, যথারীতি সেখানে দাঁড়িয়ে বাড়াবাড়ি শুরু করে সে। আর তা দেখেই মেজাজ হারায় ঊর্মি।

Anurager Chhowa, Anurager Chhowa Urmi and Mishka

সবার সামনে মিশকাকে কড়া ভাবে ঊর্মি বলে, ‘আমি দীপা না। কিছু পারি আর না পারি মায়ের মতো গালে দু’টো চড় ঠিক কষিয়ে দিতে পারি’। দিদির হয়ে ঊর্মি যেভাবে মিশকাকে টাইট দিয়েছে তা দেখে বেজায় খুশি হয়েছে দর্শকরা। অনেকেই বলছেন, কুটনি মিশকাকে যথাযথ শায়েস্তা একমাত্র ঊর্মিই করতে পারে।

অপরদিকে আবার স্টার জলসার তরফ থেকে শেয়ার করা নতুন প্রোমোয় দেখা গিয়েছে, মেয়েদের নিয়ে অধিকারের লড়াইয়ে নামতে চলেছে দীপা। ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, মেয়েদের হাত ধরে ফের সেনগুপ্ত বাড়িতে ফিরেছে। এবার দেখা যাক, এবার সূর্যর সামনে মিশকার মুখোশ দীপা খুলে দিতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥