• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন দেবের মতো রাজনীতিতে এলেন না? সোজাসাপটা জবাবে মন জিতে নিলেন সুপারস্টার জিৎ

Published on:

Jeet,Tollywood,Actor,Politics,Tollywood actor,Entertainment,জিৎ,রাজনীতি,টলিউড,অভিনেতা,টলিউড অভিনেতা,বিনোদন,Jeet on politics,রাজনীতি প্রসঙ্গে জিৎ,Jeet politics,Jeet on joining politics,জিৎ রাজনীতি,রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে জিৎ

Jeet replied to why he didn’t came to Politics: হালফিলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) একাধিক তারকা রাজনীতির (Politics) দুনিয়ায় না লিখিয়েছেন। দেব (Dev), সোহম চক্রবর্তী (Soham Chakraborty) থেকে শুরু করে নুসরত জাহান (Nusrat Jahan), সায়নী ঘোষ (Sayoni Ghosh)- সেই তালিকায় নাম রয়েছে একাধিক তারকার। তবে টলিপাড়ার এত তারকারা রাজনীতির দুনিয়ায় পা রাখলেও এখনও সুপারস্টার জিৎ (Jeet) কিন্তু সেই দলে নাম লেখাননি।

টলিউডের একাধিক নায়ক-নায়িকা আজ রাজ্যের শাসক কিংবা বিরোধী দলের সাংসদ। অভিনয়ের পাশাপাশি রাজনীতির দিকটাও দক্ষতার সঙ্গে দেখছেন তাঁরা। তবে দেব-সোহমরা এলেও, জিৎ কিন্তু রাজনীতি থেকে দূরেই থেকেছেন। অভিনয় জগৎ নিয়েই খুশি অভিনেতা। তবে জিতের অনুরাগীদের মনে প্রায়ই একটি প্রশ্ন ওঠে, কেন তাঁদের প্রিয় তারকা রাজনীতিতে এলেন না?

Jeet, Jeet on politics, Jeet on joining politics

এই মুহূর্তে জিৎ নিজেকে শুধুমাত্র টলিউড অবধিই সীমাবদ্ধ রাখেননি। বরং প্যান ইন্ডিয়া ছবি তৈরি করছেন তিনি। অভিনেতার শেষ সিনেমা ‘চেঙ্গিজ’ (Chengiz) বাংলার পাশাপাশি আরও বেশ কয়েকটি ভাষায় রিলিজ করেছিল। এখন শোনা যাচ্ছে, জিতের আরও বেশ কয়েকটি আসন্ন ছবি সারা ভারত জুড়ে রিলিজ করবে। রাজনীতি নয়, নিজের সম্পূর্ণ ফোকাস অভিনয়ের ওপরেই রাখতে চান টলিপাড়ার ‘বস’।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অবশ্য রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে কথা বলেছিলেন জিৎ। রাজনীতির ময়দান থেকে তিনি কেন নিজেকে দূরে সরিয়ে রেখেছেন? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেছিলেন, ‘আমি যে কাজটা পারি না, আমি সেটা করার মোটেও চেষ্টা করি না। এখন আমায় যদি বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে হবে, আমি নিশ্চয়ই সেটা পারবো না’।

আরও পড়ুনঃ ‘তুমি পিঠে খাবে কইছিলে না?’ কুরুচিকর ট্রোলিংয়ের জবাবে মুখ খুললেন ‘রানীমা’ দিতিপ্রিয়া

Jeet, Jeet on politics, Jeet on joining politics

আরও পড়ুনঃ আমে দুধে মিশে গিয়ে গড়াগড়ি খায় আঁটি! মেঘ-নীলের মিল হতেই ময়ূরীকে দেখে হাসছে দর্শক

রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে জিতের এই সপাট জবাব মন জয় করে নেয় তাঁর অনুরাগীদের। যদিও জিৎ একা নন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও দুই সুপারস্টার রয়েছেন যারা রাজনীতির দুনিয়া থেকে নিজেদের সরিয়ে রেখেছেন। তাঁরা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার সমসাময়িক অনেকেই রাজনীতির দুনিয়ায় নাম লিখিয়েছেন। দেবশ্রী রায়, শতাব্দী রায় বঙ্গ রাজনীতির পরিচিত মুখ। কিন্তু তবুও নিজেদের সেই দুনিয়া থেকে সরিয়ে রেখেছেন বুম্বাদা এবং ঋতুপর্ণা। জিতের মতো তাঁরাও অভিনয় দুনিয়ার ওপরেই নিজেদের সম্পূর্ণ ফোকাস রাখতে চান বলেই মনে করেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥