• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কার সাথে প্রেম করছেন ‘এক্কাদোক্কা’র কমলিনী? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন রোশনি

Published on:

Tv actress Roshni Tanwi Bhattacharyya opens up about her personal life

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharyya)। কেরিয়ারের শুরুতে জুনিয়র আর্টিস্ট হয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে মুখ্য চরিত্র থেকে শুরু করে অভিনয় করেছেন খলনায়িকার চরিত্রেও। বর্তমানে এই অভিনেত্রীকেই দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) লেখা জনপ্রিয় মেগা সিরিয়াল এক্কা দোক্কাতে (Ekka Dokka)

এই ধারাবাহিকে নায়ক নায়িকা রাধিকা-অনির্বাণের মিল করানোর জন্য অনুঘটক বলা ভালো মহিলা ঘটক হিসেবে কমলিনি চরিত্রে অভিনয় করছেন রোশনি। প্রসঙ্গত নিজের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সমস্ত বিষয় নিয়েই সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতা নামের ইউটিউব চ্যানেলের সাথে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী। সেখানেই এদিন রোশনি জানিয়েছেন লীনা গাঙ্গুলীর সাথে কাজ করা তাঁর স্বপ্ন ছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,অনির্বাণ,Anirban,কমলিনী,Komolini,রোশনি ত্বন্বী ভট্টাচার্য,Roshni Tanwi Bhattacharyya,অজানা কথা,Unknown Fact

তাই এই চরিত্রটি করতে পেরে ভীষণই খুশি অভিনেত্রী। একসময় যেসব নামী অভিনেত্রীদের তিনি টিভির পর্দায় দেখতেন তাঁদের সাথেই এই সিরিয়ালে কাজ করতে পেরে আপ্লুত রোশনি। এদিন কথায় কথায় অভিনেত্রী জানিয়েছেন সিরিয়ালের কমলিনি চরিত্রটা নাকি তার মতোই ট্রান্সপারেন্ট। তিনি সবসময়ই মন থেকে সাহায্য করেন মানুষকে।

তবে কখনও যদি দেখেন তার সাথে কেউ খারাপ ব্যবহার করছে তাহলে তিনি নিজে থেকে দূরে সরে আসেন।  কিন্তু সে যদি আবার তার কাছে সাহায্য চায় তাহলে আবার তিনি নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রসঙ্গত রোশনি এই সিরিয়ালে মহিলা ঘটকের কাজ করছেন ঠিকই তবে বাস্তব জীবনে তাকে কোনদিন সেটা করতে হয়নি।

আরও পড়ুনঃ আর কন্ট্রোল করতে পারছি না! শর্ট ড্রেসে ছোট্ট ঝিলিকের নতুন লুকে তোলপাড় নেটপাড়া

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,এক্কা দোক্কা,Ekka Dokka,রাধিকা,Radhika,অনির্বাণ,Anirban,কমলিনী,Komolini,রোশনি ত্বন্বী ভট্টাচার্য,Roshni Tanwi Bhattacharyya,অজানা কথা,Unknown Fact

কারণ তার বেশিরভাগ বন্ধুরাই সিঙ্গেল। তবে এদিন রোশনি জানিয়েছেন তাঁর নিজের কাউকে পছন্দ হলে বন্ধুদের কাছে সাহায্য চেয়েছেন তার সাথে প্রেমটা করিয়ে দেওয়ার জন্য। তবে রোশনি বর্তমানে কারো সাথে প্রেম করছেন কিনা জানতে চাওয়া হলে অভিনেত্রী  জানিয়েছেন এখন সম্পর্কের ভ্যালু অনেক কমে গিয়েছে।  অভিনেত্রীর কথায়  ‘সম্পর্কের ক্ষেত্রে আমি একটু ব্যাকডেটেড,ঠকি বেশী’।

আরও পড়ুনঃ সূর্যর কাছে যেতেই মিশকাকে চড় কষালো দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

তাই রোশনি মনে করেন কিছু কিছু জিনিস একটু ব্যক্তিগত থাকা ভালো। তবে যে যদি তিনি কখনও সম্পর্কে জড়ান তাহলে তিনি সেটা জানাবেন না ঠিকই। তবে বিয়ে করলে সবাই অবশ্যই জানতে পারবেন। এদিন রোশনি জানান ‘এক্সপেক্টেশন সব সম্পর্কেই থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি নিজে ধৈর্য রাখলেও অপরজন ধৈর্য ধরতে পারে না। তাই আমি ঠকে শিখেছি, এই কারণেই আমি সিঙ্গেল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥