• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যর কাছে যেতেই মিশকাকে চড় কষালো দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa slapped Mishka in front of Surjya

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পয়লা নম্বর ধারাবাহিক (Bengali Serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারের আসন ধরে রেখেছে এই সিরিয়াল। সূর্য, দীপা (Deepa), মিশকার (Mishka) কাহিনী দারুণ পছন্দ দর্শকদের। এবার সেই সিরিয়ালেই আসতে চলেছে ধামাকা মোড়। দীপার হাতে মার খেতে চলেছে খলনায়িকা মিশকা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার জন্যই সূর্য-দীপার জীবনে যাবতীয় অশান্তি। ওর ষড়যন্ত্রের জন্যই গত ৮ বছর ধরে আলাদা থাকছে ‘সুদীপা’। মিশকার জন্যই পিষছে ছোট্ট সোনা-রূপাও। তাই স্বাভাবিকভাবেই দর্শকরা চান, মিশকা যেন শাস্তি পায়। অবশেষে তাঁদের এই ইচ্ছা পূরণ হতে চলেছে।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa and Mishka, Anurager Chhowa Deepa slapped Mishka

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, অনেকদিন পর আমার ঊর্মি জন্মদিন উপলক্ষ্যে গোটা সেনগুপ্ত পরিবার আনন্দে রয়েছে। ফের একসঙ্গে হাসিখুশিতে মেতে রয়েছে সকলে। এমনকি সূর্য-দীপার মিষ্টি দৃশ্যও দেখানো হয়েছে। তবে সেই খুশি কিছুতেই সহ্য করতে পারছে না মিশকা।

‘অনুরাগের ছোঁয়া’য় আজকের পর্বে দেখানো হবে, সূর্যর কাছাকাছি আসার চেষ্টা করে মিশকা। জোর করে সূর্যকে জড়িয়ে ধরে সে। সূর্য ছাড়ানোর চেষ্টা করলেও মিশকা কিছুতেই তাঁকে ছাড়ে না। সিঁড়ি থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ দৃশ্য দেখে দীপা।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা

Anurager Chhowa, Anurager Chhowa Deepa

এরপর নীচে নেমে এসে সপাটে মিশকার গালে একটি চড় বসিয়ে দেয় দীপা। বৌয়ের কীর্তি দেখে একেবারে থ হয়ে যায় সূর্য। অপরদিকে দীপার হাতে চড় খেয়ে একেবারে থতমত খেয়ে যায় মিশকা। তবে দর্শকরা এই দৃশ্য দেখে বেজায় খুশি হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ সিরিয়াল থেকে সোজা সিনেমায়! এই হ্যান্ডসাম নায়কের সঙ্গে জুটি বাঁধছেন ‘গুনগুন’ তৃণা

 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দীপার হাতে মিশকার চড় খাওয়ার ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। কুটনি মিশকা উচিত শিক্ষা পেয়েছে দেখে খুশি ধরছে না তাঁদের। এই দৃশ্য দেখে একজন নেটিজেন যেমন কমেন্ট করেছেন, ‘উচিত শিক্ষা দিয়েছে দীপা’। বহুদিন বাদে দীপার হাতে মিশকা ‘শাস্তি’ পেয়েছে দেখে বেজায় খুশি হয়ে গিয়েছে সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥