• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর কন্ট্রোল করতে পারছি না! শর্ট ড্রেসে ছোট্ট ঝিলিকের নতুন লুকে তোলপাড় নেটপাড়া

Updated on:

Jhilik actress Tithi Basu brutally trolled on social media

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের বিষয়টি নতুন নয় একেবারেই। সুযোগ পেলেই ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে খুঁত ধরতে বসে যান তারা। তাই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রোলের শিকার হওয়া তারকাদের কাছে এখন প্রায় জল ভাতে পরিণত হয়েছে। নিন্দুকদের নানা ধরনের কুরুচিকর মন্তব্যের মুখে পড়ে কেউ কেউ  জবাব দিয়ে মুখ বন্ধ করে দেন। আবার কেউ তাদের কথায় পাত্তা না দিয়ে শুধু ইগনোর করে যান।

এবার তেমনই ওয়ান শোল্ডার শর্ট ড্রেস পরা ছবি দিয়ে তুমুল কটাক্ষের মুখে পড়লেন স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’ খ্যাত ঝিলিক (Jhilik) অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আঁটোসাঁটো টাইট পোশাক পরা ছবি দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘সে বিষের মতো, কিন্তু সুস্বাদু এবং একটু পাগল’।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Tomai Chara Ghum Ase Na Maa,তোমায় ছাড়া ঘুম আসে না মা,Jhilik,ঝিলিক,Tithi Basu,তিথি বসু,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া

আরও পড়ুনঃ বাংলা থেকে হিন্দি, ভারতের টুকে এই ৬টা ব্লকবাস্টার সিনেমা বানিয়েছে হলিউড!

মঙ্গলবার খোলা চুলে শর্ট ড্রেসে তিথির বোল্ড লুক দেখে রীতিমতো মাথা ঘুরে গিয়েছে নেটিজেনদের।  নায়িকার উন্মুক্ত উরু দেখে একের পর এক ধেয়ে আসে কুরুচিকর মন্তব্য। কেউ লিখেছেন ‘উফফ চরম কামুক।’ তো কারও মন্তব্য ‘আর সামলাতে পারছি না।’

তবে শুধুই কুমন্তব্য নয় কেউ আবার পর্দার ঝিলিকের জন ভালোবাসা উজাড় করে দিয়ে লিখেছেন ‘নো প্রবলেম, ও যেমন তেমনই আমার পছন্দ’। প্রসঙ্গত স্টার জলসার পর্দায় ‘মা’ সিরিয়াল শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নতুন কোনো প্রজেক্টে কামব্যাক করেননি তিথি।

আরও পড়ুনঃ বিয়ের মন্ডপ থেকে উঠে গেল বর, কপাল পুড়ল সন্ধ্যার! ফাঁস ‘সন্ধ্যাতারা’র আগাম ধামাকে পর্ব

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Tomai Chara Ghum Ase Na Maa,তোমায় ছাড়া ঘুম আসে না মা,Jhilik,ঝিলিক,Tithi Basu,তিথি বসু,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া

যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই নানা ধরনের রীল ভিডিও কিংবা ছবি শেয়ার করার পাশাপাশি এখন চুটিয়ে ফুড ব্লগিংও করছেন নায়িকা। তিথির সেইসব ফুড ব্লগিংও কিন্তু দারুন পছন্দ করেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥