• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে মিটতেই নায়ক হবে ভিলেন! ‘তুঁতে’ সিরিয়ালের রঙ্গনকে দেখে কটাক্ষ নেটিজেনদের

Updated on:

Tunte serial Rangan Tunte marriage new promo on air

Tunte Serial Rangan Tunte marriage new promo: গত মাসের গোড়া থেকেই স্টার জলসার (star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘তুঁতে’ (Tunte)। অ্যাকোপলিস এন্টারটেইনমেন্টের এই সিরিয়ালে নতুন সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন ‘পেঁপে দিয়ে চেপে সংলাপ’ খ্যাত খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। নতুন এই ধারাবাহিকে দীপান্বিতা অভিনীত চরিত্রের নাম হয়েছে তুঁতে।

ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়ক রঙ্গনের (Rangan) চরিত্রে অভিনয় করছেন স্টার জলসার ‘খেলাঘর’ সিরিয়ালের শান্টু গুন্ডা অভিনেতা সৈয়দ আরফিন (Saiyad Arfin)। যার ফলে এই তুঁতে সিরিয়ালের হাত ধরেই আরও একটি নতুন জুটি উপহার পেয়েছেন দর্শক। পছন্দের দুই অভিনেতা অভিনেত্রী কে একসাথে জুটি বাঁধতে দেখে খুশী হয়েছেন দর্শকরাও।সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তারা জানেন তুঁতে যে গ্রামে থাকে সেখানেই নায়ক রঙ্গনের মামার পুরাতন বাড়ি। সেখানেই প্রথম দেখা হয়েছিল তাঁদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,তুঁতে,Tunte,রঙ্গন,Rangan,বিয়ে,Marriage,নতুন প্রোমো,New Promo,দর্শক,Audience,প্রশংসা,Praise,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

গ্রামের মেয়ে হলেও সংসারের সমস্ত দায়িত্ব সামলানোর পাশাপাশি তুঁতে স্বপ্ন দেখে ফ্যাশন ডিজাইনার হওয়ার। ভাগ্য চক্রে আভিজাত পরিবারের ছেলে রঙ্গনের বাড়িতেই কাজের লোক হয়ে আসে তুঁতে। তবে তুঁতে রঙ্গন যখন নায়ক নায়িকা তখন সিরিয়ালে তাঁদের বিয়ের বিষয়ে আগে থেকেই একপ্রকার নিশ্চিত ছিলেন দর্শক। এবার অতি নাটকীয়ভাবে হলেও আসতে চলেছে দর্শকদের বহু প্রতীক্ষিত সেই পর্ব। অবশেষে রঙ্গনের সিঁদুরে রঙিন হতে চলেছে তুঁতের জীবন।

তাই দর্শকরা মনে করছেন এতদিন সিরিয়ালটি টি আরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে না পারলেও রঙ্গন তুঁতের বিয়ের ট্র্যাকের সাথেই হুড়মুড়িয়ে বাড়বে এই সিরিয়ালের টিআরপি। তবে তুঁতে রঙ্গনের বিয়ের মধ্যেও থাকবে এক নতুন টুইস্ট। আসলে সম্প্রতি জানতে পারে, রঙ্গনের বড় দাদা অভিষেক যুক্ত রয়েছে শিউলির রহস্যময় কেসের সঙ্গে। তাই তুঁতে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিতেই অভিষেক সৌমিলিকে বোঝানোর চেষ্টা করে, তুঁতে মিথ্যে মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ স্বস্তিকা নয়, সূর্যর ‘দীপা’ হিসেবে প্রথম পছন্দ ছিলেন এই অভিনেত্রী! নাম জানলেই চমকে যাবেন

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,তুঁতে,Tunte,রঙ্গন,Rangan,বিয়ে,Marriage,নতুন প্রোমো,New Promo,দর্শক,Audience,প্রশংসা,Praise,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media
খন সৌমিলি রঙ্গনকে বলে পরিবারের সম্মান বাঁচাতে সে যেন তুঁতেকে আটকায়। আর বাড়ির সদস্যদের কোথায় রঙ্গন তুঁতেকে অবিশ্বাস করে। তাই তুঁতেকে আটকাতে কোনো উপায় না পেয়ে তার সাথে  ভালবাসার নাটক করে বিয়ে করবে রঙ্গন। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে রঙ্গন তুঁতের বিয়ের প্রমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে রঙ্গন তুঁতেকে বিয়ে করে বাড়ি নিয়ে আসতেই বাড়ির লোকের প্রশ্নের মুখে পড়ে সে। তার কাছে জানতে চাওয়া হয় তাঁদের বাড়ির তাড়িয়ে দেওয়া কাজের লোককে সে বিয়ে করেছে কেন?

বাড়িতে কোনো জবাব না দিলেও তুঁতেকে একটা ঘরে নিয়ে গিয়ে রঙ্গন জানায় ‘বড়লোক বাড়ি বিয়ে করার শখ আপনার তাই না? আমার দাদার নাম মিথ্যে অপবাদ দেওয়ায় আপনার শাস্তি এই লোক দেখানো বিয়ে। আপনার জীবন আমি..’ রঙ্গনের কথা শেষ হওয়ার আগেই তুঁতে জানায় ‘নরক করে দেবেন তাই তো? তার আগে অপরাধীদের ভালো মানুষীর মুখোশ টেনে খুলে ফেলে দেব আমি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥