• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় সাপে-নেউলে হলেও বাস্তবে দুই বোন! জন্মদিনে ভাইরাল ‘ইচ্ছে পুতুল’র মেঘ-ময়ূরীর ভিডিও

Published on:

Ichcheputul serial Mayuri actress Sweta Mishra's birthday celebration

Ichcheputul serial Mayuri actress Sweta Mishra’s Birthday: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘ইছে পুতুল’ (Ichcheputul)।  এই মুহূর্তে দর্শকমহলে এই সিরিয়ালটির জনপ্রিয়তা বেড়ে চলেছে প্রতিনিয়ত। মেঘ ময়ূরী দুই বোনের জীবন নিয়ে তৈরি এই সিরিয়ালে শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে ময়ূরী (Mayuri) অভিনেত্রী শ্বেতা মিশ্রর (Sweta Mishra) অভিনয়। খলনায়িকা হয়েও তার দুর্দান্ত অভিনয় আর গা জ্বালানোর সংলাপ রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরাও।

এর আগেও শ্বেতা স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধুলোকণা’য় চড়ুইয়ের  চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। প্রথম থেকেই শ্বেতার নেগেটিভ চরিত্র দারুন জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। পরপর দুটি সিরিয়ালে খোল চরিত্রে অভিনয় করার সুবাদে শ্বেতা কারও কাছে ময়ূরী তো কারও কাছে আবার চড়ুই নাম পরিচিত।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,শ্বেতা মিশ্র,Sweta Mishra,জন্মদিন,Birthday,তিতিক্ষা দাস,Titikhsha Das,ভাইরাল ভিডিও,Viral Video,উদযাপন,Celebration

শ্বেতা অভিনীত এই দুটি চরিত্রই কিন্তু দারুন জনপ্রিয় দর্শকহলে। ২৬ তম জন্মদিন ১৯৯৭ সালে আজকের দিনে অর্থাৎ ৮ জুলাই জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেত্রী। পর্দার ময়ূরী যতই শয়তানি করুক না কেন বাস্তব জীবনে শ্বেতা  কিন্তু দারুন মিষ্টি একজন মেয়ে। এদিন ইচ্ছেপুতুল সিরিয়ালের সেটাই ধুমধাম করে সেলিব্রেট করা হয়েছিল তাঁর জন্মদিন।

সেই দৃশ্যই  রীল আকারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন শ্বেতার অনস্ক্রিন বোন তথা তাঁর চরম শত্রু মেঘ অভিনেত্রী তিতিক্ষা দাস। পর্দায় নিজের বোন মেঘকে ময়ূরী যতই শত্রু ভাবুক না কেন বাস্তবে কিন্তু তাদের সম্পর্কটা একেবারে উল্টো। পর্দায় নিজের বোন হয়ে মেঘ ময়ূরীর মধ্যে যে সম্পর্কটা হওয়ার কথা ছিল বাস্তবে নিজের বোন না হয়েও তাদের মধ্যে রয়েছে তেমনই একটি মিষ্টি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

আরও পড়ুনঃ ১৩ বছরেই অভিনয়ে হাতেখড়ি! জনপ্রিয়তা না পেয়ে কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের সৎ বোন?

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ূরী,Mayuri,শ্বেতা মিশ্র,Sweta Mishra,জন্মদিন,Birthday,তিতিক্ষা দাস,Titikhsha Das,ভাইরাল ভিডিও,Viral Video,উদযাপন,Celebration

এমনিতে প্রায় দিনই শুটিংয়ের ফাঁকেই দুই অভিনেত্রীকে একসাথে নানান মজার ভিডিও শেয়ার করতে দেখা যায়। আর আজ শ্বেতার জন্মদিনেও তার ব্যাতিক্রম হল না। ইচ্ছে পুতুলের শুটিং ফ্লোরে অভিনেত্রীর বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে মেঘ ময়ূরীর একসাথে কাটানো বিভিন্ন মুহূর্তের দৃশ্য রীল ভিডিও আকারে শেয়ার করেছেন পর্দার মেঘ।

আরও পড়ুনঃ প্রেমিকা শ্বেতার সিরিয়াল শেষ হতেই ‘নিম ফুলের মধু’ ছাড়ছেন রুবেল! খবর শুনেই মাথায় বাজ দর্শকদের

View this post on Instagram

 

A post shared by TITIKSHA ? (@titikshadas_)

ভিডিওটির সাথে  ক্যাপশনে তিতিক্ষা লিখেছেন ‘তুই থাকলে আমি সব সময় ঠিক থাকি। শুভ জন্মদিন’। পর্দার মেঘের পোস্টের রিপ্লাইতে  ময়ূরী লিখেছেন ‘রীলস মাস্টার হয়ে যাচ্ছে। ভালবাসি অনেকটা, তাড়াতাড়ি আয়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥