• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বস্তিকা নয়, সূর্যর ‘দীপা’ হিসেবে প্রথম পছন্দ ছিলেন এই অভিনেত্রী! নাম জানলেই চমকে যাবেন

Published on:

Not Swastika Ghosh but this Bengali serial actress was selected as Anurager Chhowa Deepa

This Bengali serial actress was selected as Anurager Chhowa Deepa: স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। বহু দর্শকের কাছে এখন তাঁর পরিচিত ‘দীপা’ (Deepa) নামেই। ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল স্বস্তিকার। তবে ‘অনুরাগের ছোঁয়া’য় অভিনয় করে তাঁর ভাগ্য খুলে যায়। তবে আপনি কি জানেন, ‘দীপা’ হিসেবে দর্শকদের মনে রাজত্ব করলেও, তিনি কিন্তু এই চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না।

‘অনুরাগের ছোঁয়া’র নায়িকার চরিত্রের জন্য প্রচুর মেয়ে অডিশন দিয়েছিল। তাঁদের সবার মধ্যে থেকে শেষ পর্যন্ত স্বস্তিকাকে বেছে নেন নির্মাতারা। তবে স্বস্তিকাকে ফাইনাল করার আগে আর একজন জনপ্রিয় টেলি অভিনেত্রীকে (Bengali Serial Actress) ‘দীপা’ চরিত্রের জন্য প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন তাঁরা। ঘটনাচক্রে এই মুহূর্তে তিনিও ‘অনুরাগের ছোঁয়া’তেই অভিনয় করছেন।

Anurager Chhowa Deepa, Swastika Ghosh

এখন নিশ্চয়ই ভাবছেন, ‘দীপা’ চরিত্রের জন্য স্বস্তিকার আগে কোন টেলি অভিনেত্রীকে কাস্ট করেছিল নির্মাতারা? তাহলে বলে রাখি সেই অভিনেত্রী আর কেউ নন, বরং সৌমিলি চক্রবর্তী (Soumily Chakraborty)। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’য় দীপার বোন ঊর্মির (Urmi) চরিত্রে অভিনয় করছেন তিনি।

ধারাবাহিক শুরুর সময় ঊর্মিকে খলনায়িকা হিসেবে দেখা যাচ্ছিল। তবে মাস খানেক হল নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে সে। সন্তান জন্ম দেওয়ার পর নিজের সকল ভুল বুঝতে পেরেছে সে। এখন ঊর্মি মনে প্রাণে দিদি দীপা আর দাদাভাই সূর্যকে এক করে দিতে চায়। পার্শ্বচরিত্র হলেও ঊর্মি হিসেবে দর্শকদের নজর কেড়েছেন সৌমিলি।

Anurager Chhowa Deepa, Soumily Chakraborty, Anurager Chhowa Urmi

তবে সব কিছু ঠিকঠাক থাকলে নায়িকার বোন নয়, বরং নায়িকা হিসেবেই সৌমিলিকে দেখতে পারতেন আপনারা। সূর্য অভিনেতা দিব্যজ্যোতির সঙ্গে তাঁকেই রোম্যান্স করতে দেখা যেত। সম্প্রতি পর্দার ঊর্মি নিজে এই অজানা কথা সকলের সামনে ফাঁস করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by SVF Television (@chupkorr)


সৌমিলি জানান, ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকার রোলের জন্য তিনি অডিশন দিয়েছিলেন এবং তাঁকেই প্রথমে বাছাই করেছিলেন নির্মাতারা। তবে পরবর্তীকালে আরও বেশ কিছু চরিত্রের জন্য তাঁর অডিশন নেওয়া হয় এবং শেষ পর্যন্ত ‘ঊর্মি’ চরিত্রের জন্য তাঁকে ফাইনাল করা হয়। অপরদিকে স্বস্তিকাকে ‘দীপা’ হিসেবে বেছে নেন নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥