• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুমি আশেপাশে থাকলের স্লট ঘোষণা করতেই কপাল পুড়ল এই সিরিয়ালের, মন খারাপ ভক্তদের

Updated on:

Tumi Ashe Pashe Thakle slot time announced

এক ঝাঁক বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভিড়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হতে চলেছে আরও একটি নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোটপর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহান ভট্টাচার্য (Rohan Bhattcharya)। তাঁকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছে জি বাংলার অপরাজিতা অপু সিরিয়ালে।

এই ধারাবাহিকের রোহানের বিপরীতে অভিনয় করছেন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজ জগতের জনপ্রিয় মুখ অঙ্গনা রায় (Angana Roy)। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার ছোট পর্দায় ডেবিউ করছেন অঙ্গনা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের প্রোমো। তার আগে দর্শকদের সবাইকে চমকে দিয়ে আনা হয়েছিল মোশন পোস্টার। প্রোমো  দেখে জানা গিয়েছে ধারাবাহিকে রোহন এর নাম হচ্ছে দেব (Dev)। সে পেশার একজন পুলিশ অফিসার।

Tumi Ashe Pashe Thakle slot time announced

আর তার নায়িকা অঙ্গনা হয়েছেন পারো (Paro)। সিরিয়ালের প্লট অনুযায়ী ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হবে পারোর। কিন্তু মৃত্যুর পরেও সে ভূত হয়ে সারাক্ষণ দেবের আশেপাশে থাকবে এবং তাকে বিভিন্ন তদন্তে সাহায্য করবে .এখনও পর্যন্ত এটাই সিরিয়ালে স্টোরি লাইন. এবার জানা গেল এই নতুন সিরিয়াল সম্প্রচারের সময় এবং তারিখ। সোমবার সিরিয়াল সম্প্রচারের তারিখ এবং সময় ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ বিয়ে সেরে ফেলেছেন রুবেল-শ্বেতা? ইন্সটাতে রিল ভিডিও দেখেই শোরগোল নেটপাড়ায়

আগামী মাসের শুরুতেই অর্থাৎ৩ নভেম্বর শুক্রবার থেকে প্রত্যেকদিন রাত আটটায় সম্প্রচারিত হবে এই নতুন বাংলা সিরিয়াল।  আর এই নতুন সিরিয়ালের সম্প্রচারের সময় জানার পর থেকেই কার্যত মাথায় হাত বাংলা মিডিয়াম সিরিয়ালের ভক্তদের তুমি আশেপাশে থাকলের স্লট জানার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন তাহলে কি এবার শেষের মুখে নীল তিয়াসা জুটির জনপ্রিয় বাংলা সিরিয়াল বাংলা মিডিয়াম?

আরও পড়ুনঃ ভক্তের কাণ্ডে বিরক্ত অরিজিৎ! মাঝরাস্তাতেই মেজাজ হারালেন গায়ক, তুমুল ভাইরাল ভিডিও

Sampurna Lahiri took a break from Bangla Medium for some days

নাকি বদলে যাবে সম্প্রচারের সময়। সবেমাত্র এই সিরিয়ালের হাত ধরে দর্শক বহুদিন পর ফিরে পেয়েছিলেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ঠিক যেন লাভ স্টোরি’র আদি ইশার জুটি।এরই মধ্যে সিরিয়াল সম্প্রচারের খবরে কার্যত ভেঙে পড়েছেন এই সিরিয়ালের অনুরাগীরা। টেলিপাড়া সুত্রের খবর এবার আর কোন স্লট বদল হচ্ছে না। সত্যিই ২ নভেম্বর শেষবারের মতো টিভির পর্দায় দেখা যাবে বাংলা মিডিয়াম।

কিন্তু এখন দেখার পর্দায় বিক্রম ইন্দিরার গল্প কিভাবে শেষ হয়? ইন্দিরা  বিক্রমের অবৈধ সন্তানকে মেনে নেয় কিনা সেটাই দেখার। এই  নতুন সিরিয়ালটি প্রযোজনার  দায়িত্বে রয়েছে এস ভি এফ। এরই মধ্যে শোনা যাচ্ছে তাড়াতাড়ি আসছে ব্লুজ প্রোডাকশন হাউজের আরও একটি নতুন সিরিয়াল  .তবে এই সিরিয়ালের প্রমো আসবে পুজোর পর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥