• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভক্তের কাণ্ডে বিরক্ত অরিজিৎ! মাঝরাস্তাতেই মেজাজ হারালেন গায়ক, তুমুল ভাইরাল ভিডিও

Updated on:

Bollywood playback singer Arijit Singh scolds a fan for repeatedly blowing horn to chase his car

ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। নিজের তুখোড় গায়কীর মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছেন তিনি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই বাঙালি গায়কের ভক্ত (Fan) রয়েছে সর্বত্র। যেখানেই যান না কেন তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। অরিজিৎও কখনও তাঁদের নিরাশ করেন না। তবে সম্প্রতি সেই গায়কই এক ভক্তের কাণ্ডকারখানায় বেজায় চটলেন।

শান্ত স্বভাবের অরিজিৎকে চট করে মেজাজ হারাতে দেখা যায় না। ভক্তদের সকল আবদার হাসি মুখে পূরণ করেন তিনি। সই থেকে শুরু করে সেলফি, অনুরাগীরা যা চান সবটা তিনি দেন। কিন্তু দিনের শেষে অরিজিৎও একজন মানুষ। ভক্তরা কিছু ভুল করলে সুর চড়াতেও দেখা যায় তাঁকে। সম্প্রতি ভাইরাল (Viral Video) হওয়া এক ভিডিওয় দেখা গিয়েছে এমনই দৃশ্য।

Arijit Singh, Arijit Singh angry

দিন কয়েক আগে সমাজমাধ্যমের (Social Media) পাতায় অরিজিৎ সিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে বাইকে করে গায়কের গাড়ির পিছু নিয়েছেন কয়েক জন ভক্ত। অরিজিতের সঙ্গে ছবি তোলাই ছিল তাঁদের লক্ষ্য। ধাওয়া করতে করতে গায়কের গাড়িকে ধরেও ফেলেন তাঁরা।

আরও পড়ুনঃ দিদি-বোন দু’জনেই কাঁপাচ্ছে ছোটপর্দা! ‘লাভ বিয়ে আজকাল’র শ্রাবণের দিদিকে চেনেন? রইল ছবি সহ পরিচয়

ভিডিওয় দেখা যাচ্ছে, চালকের পাশের আসনে বসে আছেন অরিজিৎ সিং। অনুরাগীরা এসে তাঁর গাড়ির জানালার সামনে দাঁড়াতেই তিনি কড়া ভাবে জিজ্ঞেস করেন, ‘কতবার হর্ন বাজিয়েছো জানো? এভাবে কাকে বিরক্ত করছো? আমায় নাকি অন্য লোককে? আমার সঙ্গে দেখা করার ইচ্ছা বলে অন্য লোকেদের তুমি এভাবে বিরক্ত করছো?’

আরও পড়ুনঃ পুজোর আবহেই বিরাট সুখবর! দ্বিতীয় বার বাবা হলেন জিৎ, ছেলে নাকি মেয়ে কী হল সুপারস্টারের ঘরে?

Arijit Singh, Arijit Singh scolds a fan

অরিজিৎ সিং চটে গিয়েছেন দেখে মুখ বন্ধ হয়ে যায় তাঁর অনুরাগীদের। রেগে গেলেও অবশ্য সেই ভক্তদের খালি হাতে ফেরাননি গায়ক। তিনি বলেন, ‘ছবি তুলবে তো? ছবি তোলার জন্যই তো এতকিছু করা। ছবি তোলো। তবে এভাবে হর্ন বাজাবে না’।

অরিজিতের এই ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গায়ক যেভাবে তাঁর অনুরাগীদের শাসন করেছেন তা দেখে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। একজন যেমন লিখেছেন, ‘বিরক্ত বোধ করলেও কারোর সঙ্গে দুর্ব্যবহার না করে শিক্ষা দিতে একমাত্র অরিজিৎ সিংই পারেন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥