• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে সেরে ফেলেছেন রুবেল-শ্বেতা? ইন্সটাতে রিল ভিডিও দেখেই শোরগোল নেটপাড়ায়

Published on:

Sweta Bhattacharya and Rubel Das marriage rumours sparked on social media

এক ধারাবাহিকে কাজ করতে গিয়ে মন দেওয়া নেওয়া হয়েছিল রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya)। জি বাংলার ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে। সেখান থেকেই প্রেম পর্বের সূত্রপাত। যদিও অনেকেই জানেন না, ছোট থেকে একে অপরকে চিনতেন রুবেল-শ্বেতা। তবে সেই সময় প্রেম করার কথা ভাবেননি দু’জনে। তবে এখন একে অপরকে ছাড়া এক মুহূর্ত চলে না তাঁদের।

বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম জুটিগুলির মধ্যে একটি হল রুবেল-শ্বেতার জুটি। বিনোদন দুনিয়ায় যেখানে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে সেখানে শক্ত করে একে অপরের হাত ধরে রেখেছেন তাঁরা। দু’জনের বাড়ির লোকও তাঁদের এই সম্পর্কে ভীষণ খুশি। শ্বেতাকে যেমন রুবেলের বাড়ির সবাই ভীষণ ভালোবাসেন, তেমনই রুবেলকেও ছেলের মতো আগলে রেখেছেন অভিনেত্রীর বাবা-মা।

Rubel Das and Sweta Bhattacharya, Rubel Das and Sweta Bhattacharya marriage rumours

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা গিয়েছে, এই রুবেল-শ্বেতাই নাকি গোপনে গাঁটছড়া (Marriage) বেঁধেছেন! অভিনেত্রীর একটি পোস্ট থেকেই এই জল্পনার সূত্রপাত। সম্প্রতি শ্বেতা ইনস্টাগ্রামে নিজের মায়ের (Mother) সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে যাচ্ছে, মা-মেয়ে মিলে গানে গলা মেলাচ্ছে। সেই পোস্টের ক্যাপশনে লেখা, ‘মা’।

আরও পড়ুনঃ দিদি-বোন দু’জনেই কাঁপাচ্ছে ছোটপর্দা! ‘লাভ বিয়ে আজকাল’র শ্রাবণের দিদিকে চেনেন? রইল ছবি সহ পরিচয়

প্রেমিকার শেয়ার করা রিল ভিডিওয় রুবেল কমেন্ট করেন, ‘মা আমার রিল ক্যুইন’। শ্বেতার মাকে রুবেলের ‘মা’ বলে ডাকাটা নজর এড়ায়নি কারোর। সেখান থেকেই শুরু হয় তাঁদের বিয়ের জল্পনা। তাহলে কি গোপনে বিয়ে করে ফেলেছে এই তারকাজুটি? অনেকের মনেই উঁকি দিতে থাকে এই প্রশ্ন।

আরও পড়ুনঃ সূর্যকে পেতে দীপাকে মেরে ফেলবে মিশকা! কেঁদে ভাসাচ্ছে সোনা-রূপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Rubel Das and Sweta Bhattacharya, Rubel Das and Sweta Bhattacharya love story

আসলে এমনটা কিছুই হয়নি। এখনও বিয়ে না করলেও রুবেল-শ্বেতা একে অপরের পরিবারের অংশ হয়ে উঠেছেন। হবু শ্বশুর-শাশুড়িকে মা-বাবার স্থান ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন দু’জনে। সেই জন্যই শ্বেতার মাকে ‘মা’ বলে সম্বোধন করেছেন ‘নিম ফুলের মধু’ নায়ক।


অপরদিকে যদি রুবেল-শ্বেতার বিয়ের কথা বলা হয়, তাহলে অনুরাগীরা অনেকদিন ধরেই এই সুখবরের অপেক্ষায় আছেন। ‘যমুনা ঢাকি’ জুটির বাস্তব জীবনে সাত পাক ঘোরার অপেক্ষায় দিন গুনছেন প্রত্যেকে। এবার দেখা যাক, কবে সুখবর দেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥