Fashionable Saree Market : কথায় আছে শাড়িতেই নারী। আর বাঙালির দুর্গাপুজো (Durgapuja) মানেই শাড়ি মাস্ট। তাই পুজোর কেনাকাটায় প্রত্যেকের শপিং ব্যাগে যতই ওয়েস্টার্ন পোশাক থাকুক না কেন শাড়ি কিন্তু মাস্ট। বিশেষ করে অষ্টমীর অঞ্জলি হোক কিংবা নবমীর রাত, শাড়ি ছাড়া বাঙালি মেয়েদের পুজোটাই জমে না জাস্ট ! তবে হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই আর সময় নষ্ট না করেই এবার চটপট সেরে ফেলতে হবে পুজোর কেনাকাটা।
তবে তার আগে নখদর্পণে থাকা চাই এবছরের পুজোয় ট্রেন্ডিং শাড়িগুলির নাম। কিন্তু মাথায় রাখতে হবে ট্রেন্ডিং শাড়ি মানেই বিক্রেতারা চড়া দাম হাঁকাবেন। তাই শুধু ট্রেন্ডিং শাড়ির নাম জানলেই তো হবে না! সেইসাথে জানা প্রয়োজন কোন শাড়ি কোথায়,কত কম বাজেটের মধ্যে পাওয়া যাবে?। আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো এমনই একটি জায়গার সন্ধান যেখানে গেলেই ট্রেন্ডিং শাড়িও পাওয়া যাবে কম দামে। অর্থাৎ সাধ্যের মধ্যেই হবে সকলের সাধপূরণ।
কলকাতা এবং পার্শ্ববর্তী শহরতলী এলাকার বিভিন্ন মার্কেট ঘুরে জানা যাচ্ছে এবছর ফ্যাশনে ইন মূলত প্যাস্টেল শেড এবং অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। অধিকাংশ মেয়েদেরই এ বছর পুজোয় পছন্দ সিল্ক এবং হ্যান্ডলুম। তাই এই দুই ধরনের শাড়িই দারুন পছন্দ সবাই। পাশাপাশি বাংলার জামদানি আর বালুচরি তো আছেই। আসুন দেখে নেওয়া যাক এ বছর পুজোর বাজারে কোন কোন শাড়ি হিট। হ্যান্ডলুম,শিফন,অরগ্যাঞ্জা, লাল পাড় সাদা শাড়ি,সুতির জামদানি,মসলিন জামদানি,মহাকাব্য বালুচরি,ট্র্যাডিশনাল বেগমপুরী শাড়ি।
আরও পড়ুনঃ বেঁচে যাবে পার্লারের খরচ! বাড়িতে বানিয়ে এভাবে হেয়ার প্যাক ব্যবহার করলেই বন্ধ হবে চুল পড়া
কোথায় পাবেন সস্তায় সেরা মানের শাড়ি?
মাত্র ২০০-৩০০ টাকায় হ্যান্ডলুম, সিল্ক শাড়ি হয়তো পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে আপোষ করতে হবে শাড়ির মানের সঙ্গে। কারণ ট্র্যাডিশনাল বা খাঁটি হ্যান্ডলুম শাড়ির দাম বেশ চড়া। তবে চোখ ধাঁধানো ফ্যান্সি হ্যান্ডলুম শাড়ি এই মূল্যেই পাওয়া যায় পাইকারি বাজারে।
আরও পড়ুনঃ এবার পুজোয় আপনিই হবেন সেরা সুন্দরী, এই ছোট্ট কাজ করলে ১ মাসেই পাবেন সূর্যের মত জেল্লা!
তাই আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে আসুন কলকাতার সবথেকে বড় পাইকারি শাড়ি বাজারে। অর্থ্যাৎ বড়বাজারের যমুনালাল বাজাজ স্ট্রিটে। সেখানেই রয়েছে সারি সারি শাড়ির দোকান। সেখানে গেলেই পাওয়া যাবে এই ধরণের কম দামের শাড়ি। তবে রবিবার না যাওয়াই ভালো, কারণ এদিন বড়বাজারের অনেক দোকান বন্ধ থাকে।
কম দামে লেটেস্ট ডিজাইনের শাড়ি কেনার ঠিকানাঃ
পকেটের টাকা বাঁচিয়ে বাজেটের মধ্যে শপিং করতে চাইলে কিন্তু দামের ব্যাপারে নিজের কথাতেই অনড় থাকতে হবে। কোনো মতেই দোকানদারের কথায় ভুললে চলবে না। কম বাজেটেই মনের মতো শাড়ি কিনতে হলে পাইকারি শাড়ির মার্কেটই একমাত্র ভরসা। আর কেনাকাটা করার আগে দরদাম মাস্ট! তাই দোকানদার যতই এক দাম বলে চিৎকার করুন না কেন আপনাকে কিন্তু দাম কমাতেই হবে। তা না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল।