• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ৭০ টাকায় যাওয়া যায়! রইল কলকাতার কাছেই অপরূপ সুন্দর ‘মিনি আন্দামান’র হদিশ

Offbeat Travel Destination : সপ্তাহের শেষের দু’টো দিন যেন কিছুতেই বাড়িতে বসে থাকবে ভালোলাগেনা। শনি-রবিবার এলেই অধিকাংশ মানুষের মন ঘুরু ঘুরু (Travel) করতে শুরু করে দেয়। কিন্তু দু’দিনের ছুটিতে আবার বেশিদূরে কোথাও ঘুরতে যাওয়াটাও সমস্যা। আজকের প্রতিবেদনে তাই কলকাতার (Kolkata) কাছাকাছি এমন একটি জায়গার (Travel Destination) খোঁজ দেওয়া হল, যেখানে যেতেও বেশি সময় লাগে না। আবার গেলে একনিমেষে মন ভালো হয়ে যায়।

দু-একদিনের ট্রিপে যাওয়ার কথা উঠলেই ৯০% বাঙালির মাথায় প্রথমে দীঘা, মন্দারমণি কিংবা পুরীর কথাই আসে। সেই জন্য আজ আমরা একেবারে ভিন্ন একটি জায়গার খোঁজ নিয়ে এসেছি। ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে এই স্থানের পরিচিতি ‘মিনি আন্দামান’ (Mini Andaman) নামেই বেশি। আমাদের আজকের ঘোরার জায়গা হল কুলপি (Kulpi) নদীর ধার।

   

Kulpi, Mini Andaman near Kolkata

ভ্রমণপ্রিয় মানুষরা নিজেদের জীবনে অন্তত একবার হলেও আন্দামান যেতে চান। তবে কলকাতার কাছেই যে একটুকরো আন্দামান রয়েছে সেকথা খুব কম মানুষই জানেন। এখানে গেলে সমুদ্র এবং জঙ্গল, দুইয়ের স্বাদই একসঙ্গে পাবেন। সেই সঙ্গেই নদীর ধারের শান্ত-মনোরম পরিবেশে বসে বেশ কিছুটা সময়ও কাটাতে পারেবন।

আরও পড়ুনঃ ভুলে যাবেন দীঘা-পুরী! রইল কলকাতার কাছেই দুর্দান্ত সুন্দর ৫টি উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

Kulpi, Mini Andaman near Kolkata

আরও পড়ুনঃ একবার গেলে থেকেই যেতে চাইবে মন! রইল নামমাত্র খরচে ঘোরার মত বাংলার সেরা ৫ ট্যুরিস্ট স্পটের হদিশ

শোনা যায়, স্বনামধন্য কবি জীবনানন্দ দাশ এই কুলপি নদীর ধারে বসে একটি কবিতা লিখেছিলেন। এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যদি একবার দেখেন আপনি মুগ্ধ হয়ে যাবেন। পাশাপাশি এখানে একটি নাম না জানা দ্বীপও আছে। যদি মন চায় সেখান থেকেও টুক করে ঘুরে আসতে পারবেন।

সব তো হল, এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক এখানে কীভাবে যেতে হয়। কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে যেতে হলে আপনাকে শিয়ালদহ থেকে কাকদ্বীপ অথবা নামখানাগামী কোনও ট্রেন ধরতে হবে। এরপর নামতে হবে কুলপি স্টেশনে। সেখান থেকে টোটো করে যেতে হবে কুলপি মোড়। এরপর ফের একটি টোটো অথবা পায়ে হেঁটে নদীর ধারে চলে যেতে হবে।

Kulpi, Mini Andaman near Kolkata

কুলপি নদীর ধার পিকনিক করার জন্য ভীষণ জনপ্রিয়। তবে এখানে খাবারের দোকান অথবা থাকার জায়গা খুব একটা নেই। সেই জন্য খাবারদাবার এবং পানীয় সঙ্গে করে নিয়ে যাওয়াই ভালো। যাওয়া আসা মিলিয়ে মোট খরচ পড়বে ১৫০ টাকা মতো। একদিনের ছুটিতে টুক করে তাহলে ‘মিনি আন্দামান’ থেকে ঘুরে আসবেন নাকি?