• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুলে যাবেন দীঘা-পুরী! রইল কলকাতার কাছেই দুর্দান্ত সুন্দর ৫টি উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

Weekend Destinations Near Kolkata : সদাব্যস্ত এই জীবনে সপ্তাহখানেকের ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া (Travel) একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অফিস থেকে একটানা ছুটি পাওয়া কমবেশি প্রত্যেকের জন্যই মুশকিল। সেই জন্য অনেকেই এখন দু’দিনের ছুটিতে টুক করে ঘুরে আসতে চান। আর এমন ট্রিপের (Trip) জন্য সবচেয়ে আদর্শ হল কলকাতার (Kolkata) কাছের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলি (Tourist Spot)। আজকের প্রতিবেদনে তাই তিলোত্তমার কাছাকাছি এমনই ৫টি ঘুরতে যাওয়ার জায়গার নাম তুলে ধরা হল। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই জায়গার নাম।

রায়চক (Raichak)- কলকাতা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত রায়চক হল ডদায়মন্ড হারবারের একটি ছোট্ট শহর। একসময় এখানে একটি দুর্গ ছিল। পরে অবশ্য সেটি ধ্বংসাবশেষে পরিণত হয়। তবে এখন অবশ্য সেই দুর্গকে একটি পাঁচতারা হোটেলে রূপান্তরিত করা হয়েছে। এখানে গেলে আপনি নদীর তীরে বসে কিছুটা সময় কাটাতে পারবেন। এছাড়া চাইলে জেটি করে গঙ্গার বুকে ভ্রমণও করতে পারবেন। এক কথায়, শহরের কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে আপনি রায়চকে চলে যেতেই পারেন।

   

Raichak, Travel destination near Kolkata

টাকি (Taki)- ইছামতী নদীর তীরে অবস্থিত এই জায়গাকে অনেকে ‘মিনি সুন্দরবন’ও বলেন। সুন্দরী, গোলপাতার মতো একাধিক উপকূলবর্তী গাছ দেখতে পাবেন এখানে। টাকিতে গেলে আপনি যেমন মাছরাঙা দ্বীপ দেখতে পাবেন, তেমনই মাত্র ১০০ টাকা খরচ করে এখানকার বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলিও ঘুরে দেখতে পাবেন।

আরও পড়ুনঃ একবার গেলে ফিরতেই চাইবে না মন! রইল পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা ৫টি জায়গার হদিশ

Taki, Travel destination near Kolkata

তাজপুর (Tajpur)- আপনি যদি সমুদ্রপ্রেমী হন তাহলে তাজপুর যেতে পারেন। এখানকার সমুদ্রসৈকতটি অনেকটা উল্টো অর্ধ চন্দ্রাকৃতির। এছাড়া এখানে প্রচুর লাল কাঁকড়াও দেখতে পাওয়া যায়। ভিড়ে ঠাসা দীঘায় না গিয়ে যদি শান্ত নিরিবিলি কোনও সমুদ্রসৈকতে সময় কাটাতে চান তাহলে তাজপুর চলে যেতেই পারেন।

আরও পড়ুনঃ শহুরে কোলাহল থেকে দূরে, চারিদিকে শুধুই প্রকৃতি, রইল কলকাতার কাছেই ‘মিনি সুইজারল্যান্ড’ এর হদিশ!

Tajpur, Travel destination near Kolkata

বকখালি (Bakkhali)- তালিকায় নাম রয়েছে বকখালিরও। দক্ষিণবগন জুড়ে যে বিভিন্ন বদ্বীপ রয়েছে, সেগুলির মধ্যে এটি হল অন্যতম। বকখালিতে গেলে আপনি এখানকার নিজস্ব সমুদ্রসৈকত যেমন দেখতে পাবেন, তেমনই চাইলে হেনরি’স আইল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন। সপ্তাহান্তের ছুটির জন্য একেবারে আদর্শ জায়গা হল বকখালি।

Bakkhali, Travel destination near Kolkata

কোলাঘাট (Kolaghat)- কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত কোলাঘাটে অনেকেই পিকনিক কিংবা লং ড্রাইভে গিয়ে থাকেন। এই জায়গাটি ইলিশ মাছ এবং ফুলের জন্য বেশ বিখ্যাত।

Kolaghat, Travel destination near Kolkata

তবে এই দু’টি জিনিস ছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ হল রূপনারায়ণ নদীর তীর। এখানে ঘুরতে যাওয়ার আদর্শ সময় হল, অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস।