• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শহুরে কোলাহল থেকে দূরে, কলকাতার কাছেই যেন মিনি গোয়া! রইল একদিনের ছুটির সেরা গন্তব্যের হদিশ

ঘুরতে যাওয়ার কথা (Travel Destination) উঠলেই অধিকাংশ মানুষের মাথায় প্রথমে ‘দীপুদা’র কথাই আসে। আর যদি সপ্তাহান্তের ট্রিপ (Weekend Trip) হয় তাহলে তো অনেকে দীঘা কিংবা মন্দারমণির বাইরে ভাবতেই পারেন না। তবে এই জায়গাগুলি বাদেও এমন অনেক ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে যে বিষয়ে হয়তো এখনও পর্যটকরা তেমন জানেন না। অথচ সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের প্রতিবেদনে এমনই একটি স্থানের হদিশ তুলে ধরলাম আমরা।

আজ আমরা যে অফবিট লোকেশনের খোঁজ নিয়ে এসেছি তার নাম হল দক্ষিণ পুরুষোত্তমপুর (Dakshin Purushottampur)। আপনি যদি সপ্তাহান্তের ছুটির জন্য কোনও নির্জন সমুদ্রসৈকতের (Sea Beach) খোঁজে থাকেন তাহলে এখানে চলে যেতেই পারেন। দীঘার (Digha) থেকে কাছে এবং মন্দারমণির (Mandarmani) থেকে সস্তা এই সমুদ্রসৈকতে একবার গেলে আপনার সব ক্লান্তি দেখবেন দূর হয়ে গিয়েছে।

   

Dakshin Purushottampur, Offbeat sea beach travel destination

ভ্রমণপিপাসু মানুষদের কাছে দক্ষিণ পুরুষোত্তমপুর জায়গাটি এখনও প্রায় অজানা। সেই জন্য এখানে বেশি হোটেল নেই। তবে স্থানীয় কিছু হোটেলের সঙ্গে এখানে রয়েছে টেন্ট ক্যাম্পের ব্যবস্থা। নিরিবিলি পরিবেশে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চাইলে দক্ষিণ পুরুষোত্তমপুরের চেয়ে ভালো লোকেশন খুঁজে পাওয়া কিন্তু কঠিন।

আরও পড়ুনঃ এক নিমেষে গায়েব সব ক্লান্তি! রইল কলকাতার কাছাকাছি ঘোরার মতো ১০টি অফবিট জায়গার খোঁজ

Dakshin Purushottampur, Offbeat sea beach travel destination

আরও পড়ুনঃ পাহাড়-জঙ্গলের অপূর্ব মেলবন্ধন! পুজোয় ঘুরে আসুন এই অফবিট লোকেশন থেকে, চিরস্মরণীয় হয়ে থাকবে

সবকিছু জানার পর এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে দক্ষিণ পুরুষোত্তমপুরে কীভাবে যাওয়া যায়? তাহলে বলে রাখি, কলকাতা থেকে দীঘা যাওয়ার যে কোনও একটা বাসে উঠে পড়ুন। এরপর চাউলখোলা বাস স্ট্যান্ডে নামুন। সেখান থেকে প্রায় ১৫-১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্রসৈকত। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে ট্রেকার কিংবা অটো ধরে পৌঁছে যেতে পারবেন সেখানে।

Dakshin Purushottampur, Offbeat sea beach travel destination

আপনি যদি দক্ষিণ পুরুষোত্তমপুর ঘুরতে যান তাহলে অবশ্যই যাওয়ার আগে থাকার জায়গা বুক করে নেবেন। নির্জন এই সমুদ্রসৈকতে একদিনের থাকা-খাওয়া মিলিয়ে মাথাপিছু ১৫০০-২০০০  টাকা মতো খরচ পড়বে। শহরের কোলাহল থেকে দূরে দু-একদিনের জন্য হাওয়া বদল করতে চাইলে ঘুরে আসতেই পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর থেকে।

site