যত দিন যাচ্ছে ততই ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে অফবিট লোকেশনের (Offbeat Location) জনপ্রিয়তা বাড়ছে। চেনা, একঘেয়ে জায়গার বদলে অনেকেই এখন অচেনা জায়গা এক্সপ্লোর করতে বেশি পছন্দ করছেন। ইন্টারনেটে সার্চ করলে এমন একাধিক জায়গা পাওয়া যায়৷ তবে আমরা আপনার খাটনি একটু কমিয়ে দিচ্ছি। কারণ আজকের প্রতিবেদনে আমরা নিজেরাই একটি অফবিট লোকেশনের খোঁজ নিয়ে এসেছি।
আজ আমরা যে মনোরম স্থানের হদিশ দেব তা দার্জিলিংয়ের (Darjeeling) ভীষণ কাছে অবস্থিত। তবে সৌন্দর্যের নিরিখে এটিকে দার্জিলিংকেও হার মানায়। তবে অফবিট লোকেশন বলে এখনও অনেক পর্যটক এই জায়গার বিষয়ে জানেন না। এই ছোট্ট পাহাড়ি গ্রামের নাম হল সাকিয়াং (Sakiyang)৷ ছবির মতো সুন্দর এই গ্রামটিকে যদি ‘ঝর্ণার গ্রাম’ আখ্যা দেওয়া হয় তাহলেও খুব একটা ভুল হয় না। কারণ সাকিয়াংয়ে প্রায় ৫০টির কাছাকাছি জলপ্রপাত রয়েছে৷ সেগুলি এতটাই সুন্দর যে লেখার মাধ্যমে বর্ণনা করা ভীষণ কঠিন।
এখানে বলে দেওয়া প্রয়োজন সিকিমেও একটি সাকিয়াং রয়েছে। তবে আমরা যে গ্রামের খোঁজ নিয়ে এসেছি সেটা উত্তরবঙ্গে অবস্থিত। এখানে দু’পা হাঁটলেই একটি করর ঝর্ণা চোখে পড়ে। এর মধ্যে কোনোটি বড়, কোনোটি ছোট আবার কোনোটি মাঝারি৷ এছাড়া এখানে গেলে ময়ূর থেকে শুরু করে পাহাড়ি কাঁকড়া, অনেককিছু দেখতে পাবেন।
আরও পড়ুনঃ এক নিমেষে গায়েব সব ক্লান্তি! রইল কলকাতার কাছাকাছি ঘোরার মতো ১০টি অফবিট জায়গার খোঁজ
আরও পড়ুনঃ একইসাথে পাহাড়-নদী-জঙ্গল! রইল পুজোয় স্বল্পখরচে ঘোরার মত নিরিবিলি ৫ অফবিট জায়গার হদিশ
এগুলির পাশাপাশি সাকিয়াংয়ে একটি ছোট্ট পাহাড়ি নদীও রয়েছে। এই নদীর ওপর রয়েছে একটি সেতু। সেই সেতুর ওপর রোজ নানান রঙ-বেরঙের প্রজাপতি এসে বসে। আপনার যদি ইচ্ছা হয় আপনি পাহাড়ি নদীর জলে কিছুক্ষণ পা ডুবিয়েও বসে থাকতে পারবেন।
পাহাড়ি গ্রামের কথা উঠলেই আমাদের মাথায় যে ছবি ভেসে ওঠে তার সবকিছুই আপনি সাকিয়াংয়ে পাবেন। তবে এটি কিন্তু খুব বড় গ্রাম নয়, এখানে মাত্র ১০-১২টি বাড়ি রয়েছে। সেই জন্য সাকিয়াংকে ছোট গ্রাম বলাই শ্রেয়। কিন্তু তাই বলে এখানে কিন্তু থাকার কোনও অসুবিধা নেই। নদীর ধারে এখানে একাধিক হোমস্টে রয়েছে। আপনি চাইলে সেখানে থাকতেই পারেন।
সবকিছু তো জানা গেল, এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক সাকিয়াংয়ে কীভাবে যেতে হয়? বলে রাখি, পেডং থেকে কাগে যাওয়ার রাস্তায় তিন কিলোমিটার মতো এগোলেই সাকিয়ং। এখানে থাকা-খাওয়ার খরচ খুব একটা বেশি নয়। তাই এবারের ছুটিতে দার্জিলিং ঘুরতে গেলে একবার কিন্তু সাকিয়াং থেকে ঢুঁ মেরে আসতেই পারেন৷