• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক নিমেষে গায়েব সব ক্লান্তি! রইল কলকাতার কাছাকাছি ঘোরার মতো ১০টি অফবিট জায়গার খোঁজ

Published on:

10 best offbeat travel destination near Kolkata

বাঙালি মানেই তিনি হবেন খাদ্যরসিক এবং ভ্রমণপিপাসু! এমন অনেক মানুষ আছেন যারা হাতে দু’দিন ছুটি পেলেই ঘুরতে বেড়িয়ে (Travel Destination) পড়েন। আজকের এই প্রতিবেদনটি ঠিক এমন মানুষদের জন্যই। আজ সপ্তাহান্তের ছুটিতে ঘোরার মতো কলকাতার (Kolkata) কাছাকাছি ১০টি অফবিট জায়গার খোঁজ নিয়ে এসেছি আমরা। যেখানে একবার গেলে প্রেমে পড়ে যাবেন।

মৌসুনী (Mousuni)- সমুদ্রে তো অনেক ঘুরেছেন, এবার আইল্যান্ডে ঘুরতে যেতে চান নাকি? তাহলে চলে যেতে পারেন মৌসুনীতে। কলকাতা থেকে মাত্র ঘণ্টা চারেকের দূরে অবস্থিত এই আইল্যান্ডে গেলে বোটিং, ফিশিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং, ক্যাম্পিং সব করতে পারবেন।

Mousuni island, Offbeat travel destination near Kolkata

বগুরান (Baguran)- আপনি যদি কলকাতার কাছাকাছি কোনও নিরিবিলি সমুদ্রসৈকতে ঘুরতে যেতে চান তাহলে বগুরানে চলে যেতেই পারেন। কলকাতা থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে এই জায়গায় গেলে যেমন আপনি সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারবেন, তেমনই ভিড়ও পাবেন না।

Baguran, Offbeat travel destination near Kolkata

জুনপুট (Junput)- তাজপুর, দীঘা, মন্দারমণি ঘুরে ঘুরে একঘেয়ে হয়ে গিয়েছে? তাহলে এবারের ছুটিতেজুনপুটে গিয়ে দেখতে পাবেন। এই সমুদ্রে সৈকতে বসে আপনি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবেন। এখানে যাওয়ার সেরা সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি।

Junput, Offbeat travel destination near Kolkata

শঙ্করপুর (Shankarpur)- জুনপুটের মতোই শঙ্করপুরও একটি অত্যন্ত নিরিবিলি জায়গা। এখানে গিয়েও আপনি শান্তিতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কলকাতা থেকে মাত্র ঘণ্টা পাঁচেকের দূরত্বে অবস্থিত শঙ্করপুরে গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন।

Shankarpur, Offbeat travel destination near Kolkata

সোনাঝুড়ি (Sonajhuri)- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনেও সপ্তাহান্তের ছুটিতে চলে যেতে পারেন। সোনাঝুড়ি হাট থেকে শুরু করে এখানে অনেক কিছু আছে দেখার মতো। জুলাই থেকে ফেব্রুয়ারি মাস নাগাদ গেলে সবচেয়ে ভালো হয়।

Sonajhuri, Offbeat travel destination near Kolkata

গনগনি (Gangani)- দু-একদিনের ছুটিতে পশ্চিমবঙ্গের ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে খ্যাত গনগনিতেও ঘুরে আসতে পারেন। এছাড়া আপনার যদি হাইকিং, ফটগ্রাফির শখ থাকে, তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে আদর্শ।

Gangani, Offbeat travel destination near Kolkata

বাংরিপোশি (Bangriposi)- অফবিট হিল স্টেশনে যেতে চাইলে সেই অপশনও নিয়ে এসেছি আমরা। পাহাড়প্রেমী মানুষদের ওড়িশার কাছাকাছি বাংরিপোশিতে গেলে বেশ ভালোলাগবে। এখানে গেলে, ঠাকুরানী পাহাড়, সিমলিপাল জাতীয় উদ্যান, বরেহিপানি ঝরনাও দেখে আসতে পারবেন।

Bangriposhi, Offbeat travel destination near Kolkata

মুকুটমণিপুর (Mukutmanipur)– কলকাতার কাছাকাছি আরও একটি দুর্দান্ত ঘুরতে যাওয়ার জায়গা হল মুকুটমণিপুর। আপনার যদি হাইকিং, ক্যাম্পিং, বোটিংয়ের শখ থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারেন।

Mukutmanipur, Travel destination near Kolkata during monsoon

বরন্তী (Baranti)- পাহাড়প্রেমী হলে আপনি কলকাতার কাছাকাছি বরন্তী থেকেও ঘুরে আসতে পারেন। এছাড়া আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলেও এই জায়গায় গেলে আপনার মন ভালো হয়ে যাবে।

Baranti, Offbeat travel destination near Kolkata

মুরুগুমা (Muruguma)- তালিকায় সবশেষে যে নামটি রয়েছে তা হল মুরুগুমা। পাহাড়প্রেমী মানুষদের জন্য এই জায়গাটিও একেবারে আদর্শ।

Muruguma, Offbeat travel destination near Kolkata

কলকাতা থেকে মাত্র ঘণ্টা আটেকের দূরত্বে অবস্থিত এই স্থানে গেলে আপনি ট্রেকিং করতে পারবেন। সেই সঙ্গেই ফটোগ্রাফির শখ থাকলেও এই জায়গাটি আপনার ভালোলাগবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥