• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সস্তায় স্বপ্নপূরণ! পুজোর ছুটিতে ঘুরে আসুন এই ৪ হিল স্টেশন থেকে, সারাজীবন মনে থাকবে

Updated on:

Delhi,Travel,Travel news,Travel destination,Offbeat travel destination,Dharamkot,Rewalsar,Naukuchiatal,Gushaini,Hill station,Mountain,দিল্লি,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,ট্রাভেল ডেস্টিনেশন,অফবিট ট্রাভেল ডেস্টিনেশন,ধর্মকোট,রেওয়ালসার,গুসাইনি,পাহাড়,হিল স্টেশন,নৌকুচিয়াতাল,Bangla khobor,বাংলা খবর

শহরে থাকার যেমন একাধিক সুবিধা আছে তেমনই প্রচুর অসুবিধাও আছে। শহরে থাকলে যেমন খুব একটা সবুজের সংস্পর্শে থাকা যায় না। সেই জন্য কয়েকটা দিন ছুটি পেলেই শহুরে মানুষরা প্রকৃতির কাছাকাছি ঘুরতে (Travel Destination) চলে যান। সবুজের কোলে কয়েকটা দিন নিরিবিলিতে কাটানোই থাকে তাঁদের লক্ষ্য। আজকের প্রতিবেদনে তাই সবুজে ঘেরা এমনই ৪ অপূর্ব সুন্দর স্থানের (Offbeat Travel Destination) হদিশ তুলে ধরলাম আমরা।

রেওয়ালসার (Rewalsar)- মান্ডি জেলার এই অপূর্ব স্থানটি ‘হ্রদের শহর’ নামে খ্যাত। ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে অফবিট স্থান হিসেবে ব্যাপক জনপ্রিয় রেওয়ালসার। শান্ত-নিরিবিলি পরিবেশে কয়েকটা কাটাতে চাইলে চলে যেতে পারেন এই পাহাড়ি শহরে। উল্লেখ্য, হিন্দু, শিখ এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের জন্য রেওয়ালসার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানও।

Rewalsar, Offbeat travel destination

গুসাইনি (Gushaini)- কুল্লুর জেলার একটি মনোরম শহর হল গুসাইনি। দিল্লি (Delhi) থেকে ভীষণ কাছে অবস্থিত এই জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০০ ফুট উপরে অবস্থিত এই হিল স্টেশনে একবার গেলে আপনার শরীর এবং মন দুই-ই জুড়িয়ে যাবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের বাজেটে এলাহী ভ্রমণ! রইল কমখরচে ভারত সেরা ৫টি ভ্রমণ স্থলের হদিশ

Gusaini, Offbeat travel destination

আরও পড়ুনঃ শহুরে কোলাহল থেকে দূরে, কলকাতার কাছেই যেন মিনি গোয়া! রইল একদিনের ছুটির সেরা গন্তব্যের হদিশ

নৌকুচিয়াতাল (Naukuchiatal)- নৈনিতালের নাম তো অনেকেই শুনেছেন। বহু মানুষ সেখানে ঘুরতেও গিয়েছেন। দিল্লির কাছে অবস্থিত নৌকুচিয়াতাল অনেকটা এই নৈনিতালের মতোই। এখানে গেলেও একই রকমের শান্তি পাবেন আপনি।

Naukuchiatal, Offbeat travel destination

এই পাহাড়ি এলাকায় একাধিক হ্রদ রয়েছে। সেখানে নৌকাবিহারের আনন্দ লাভ করতে পারবেন। এখানে থাকারও কোনও অসুবিধা নেই। নৌকুচিয়াতালে একাধিক হোমস্টে রয়েছে। অনায়াসেই সেখানে থাকতে পারবেন।

ধর্মকোট (Dharamkot)- দিল্লির কাছে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্র হল ধর্মকোট। রাজধানীর থেকে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত এই হিল স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বয়ান করা ভীষণ কঠিন।

Dharamkot, Offbeat travel destination

জানিয়ে রাখি, ম্যাক্লিওডগঞ্জ থেকে অল্প কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাওয়া যায় ধর্মকোট। নিরিবিলি এই স্থানে এসে আপনি চাইলে ধ্যানও করতে পারেন। সেই সঙ্গেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা তো আছেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥